Advertisement

Lata Mangeshkar health update : এখনও ICU-তেই লতা মঙ্গেশকর, কেমন আছেন? জানালেন চিকিৎসক

চিকিৎসক জানান, আপাতত আইসিইউতে (ICU) রয়েছেন লতা মঙ্গেশকর। কিন্তু তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শিল্পীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগে রয়েছে তাঁর পরিবারের সদস্য় ও ভক্তরা। গত ৮ জানুয়ারি করোনায় (Corona) আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সবসময়ই তাঁর শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। 

লতা মঙ্গেশকরলতা মঙ্গেশকর
Aajtak Bangla
  • দিল্লি,
  • 13 Jan 2022,
  • अपडेटेड 12:06 PM IST
  • আগের চেয়ে একটু ভাল লতা মঙ্গেশকর
  • এখনও থাকবেন পর্যবেক্ষণে
  • জানালেন চিকিৎসক প্রতীত সমধনী

অসুস্থ সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ভক্তরা। তবে বৃহস্পতিবার কিছু স্বস্তির খবর পাওয়া গেল। এদিন একটু হলেও উন্নতি হয়েছে তাঁর স্বাস্থ্যের। শিল্পীর স্বাস্থ্যের আপডেট দিয়েছেন চিকিৎসক প্রতীত সমধনী। 

চিকিৎসক জানান, আপাতত আইসিইউতে (ICU) রয়েছেন লতা মঙ্গেশকর। কিন্তু তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শিল্পীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগে রয়েছে তাঁর পরিবারের সদস্য় ও ভক্তরা। গত ৮ জানুয়ারি করোনায় (Corona) আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সবসময়ই তাঁর শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। 

জানা যাচ্ছে, শিল্পীকে এখনও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। চিকিৎসকরা জানাচ্ছেন, এখনও প্রায় ১০-১২ দিন তিনি পর্যবেক্ষণে থাকবেন। মূলত লতা মঙ্গেশকরের বয়সের কথা চিন্তা করে আগেভাগেই সতর্কতা নিয়ে আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। 

আরও পড়ুন

প্রসঙ্গত ভারতীয় সঙ্গীতের এক সদা উজ্জ্বল নক্ষত্র লতা মঙ্গেশকর। সমস্ত বয়সের মানুষ তাঁর কণ্ঠের ভক্ত। তাই স্বভাবতই তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন মিউজিক ইন্ডাস্টির থেকে শুরু করে ভক্তরা। 


 

Read more!
Advertisement
Advertisement