Advertisement

'ইন্ডিয়া লকডাউন', বাস্তবকে হাতিয়ার বানিয়ে মধুর ভান্ডারকরের নতুন ছবি

বরাবরই বাস্তবকে হাতিয়ার করেছেন পরিচালক মধুর ভান্ডারকর। এবারও তার অন্যথা নয়। তাঁর পরবর্তী ছবি এবার লকডাউনকে কেন্দ্র করে। ছবির নাম 'ইন্ডিয়া লকডাউন'।

মধুর ভান্ডারকর
Aajtak Bangla
  • মুম্বই,
  • 23 Dec 2020,
  • अपडेटेड 4:38 PM IST
  • কঠিন বাস্তবকে হাতিয়ার বানালেন মধুর ভান্ডারকর।
  • তাঁর নতুন ছবি 'ইন্ডিয়া লকডাউন'।
  • নতুন বছরেই শুরু হচ্ছে শুটিং।

বরাবরই বাস্তবকে হাতিয়ার করেছেন পরিচালক মধুর ভান্ডারকর। এবারও তার অন্যথা নয়। তাঁর পরবর্তী ছবি এবার লকডাউনকে কেন্দ্র করে। ছবির নাম 'ইন্ডিয়া লকডাউন'। 

আবারও পর্দায় বাস্তবধর্মী ছবি আনতে চলেছেন পরিচালক মধুর ভান্ডারকর (Madhur Bhandarkar)। শুধু ভারত কেন, ২০২০ সাল তামাম বিশ্ববাসীর কাছেই চরম এক বাস্তবের। এবার সেই বাস্তবকেই হাতিয়ার করলেন পরিচালক। এই কঠিন বাস্তবকে অবলম্বন করেই তৈরি হবে মধুর ভান্ডারকরের (Madhur Bhandarkar)-এর নতুন ছবি 'ইন্ডিয়া লকডাউন' (India Lockdown)। নতুন বছরে, জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে ছবির কাজ। এখন চলছে অভিনেতা বাছাইয়ের কাজ। ছবির প্রযোজনায় ভান্ডরকর এন্টারটেইনমেন্ট এবং পি জে মোশন পিকচার (Bhandarkar Entertainment and PJ Motion Pictures)। সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করেছেন চিত্র সমালোচক এবং বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ।

 

খুব সম্প্রতি করণ জোহরের বিরুদ্ধে ওয়েব শোয়ের নাম চুরির অভিযোগ এনেছিলেন মধুর ভান্ডরকর। নেটফ্লিক্স শুরু হয়েছে করণ জোহরের 'ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস'-শো। এই শোয়ের নাম নিয়েই আপত্তি জানিয়েছিলেন ভান্ডরকর। কিছুদিন আগে টুইটে মধুরভান্ডরকর লিখেছিলেন এ বিষয়ে। 

 

এর আগে ফ্যাশন (Fashion), পেজ থ্রি (Page3), হিরোইন (Heroine)-এর মত বাস্তবধর্মী ছবি তৈরি করে বেশ সফল সফল হয়েছেন পরিচালক। নতুন ছবি 'ইন্ডিয়া লকডাউন' (India Lockdown)-ও তেমনই সাড়া ফেলবে বলে আশা। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement