Advertisement

Mamata Kulkarni: 'সেক্স সিম্বল' থেকে সন্ন্যাসিনী, মহাকুম্ভে গেরুয়া পরে অভিনেত্রীর নতুন নাম যামিনী

২৫ বছর পর ভারতে ফিরেছেন অভিনেত্রী মমতা কুলকার্নি। গতবছর (২০২৪ সাল) ডিসেম্বরে মুম্বই বিমানবন্দরে অভিনেত্রীকে দেখা গিয়েছিল। এত বছর পর তাঁকে ভারতে দেখে অনেকেই অবাক হয়েছিলেন।

মমতা কুলকার্নিমমতা কুলকার্নি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Jan 2025,
  • अपडेटेड 6:17 PM IST
  • শুক্রবার সন্ন্যাস গ্রহণের রীতি মেনে নিজের পিণ্ডদান করেন মমতা কুলকার্নি।
  • কিন্নর আখড়ায় তাঁর অভিষেক অনুষ্ঠানাদি সম্পন্ন হয়।

একটা সময় তাঁর রূপের আগুন ঝলসে দিত পুরুষকুলকে। 'সেক্স সিম্বল' নামে খ্যাত হয়েছিলেন নয়ের দশকে। সলমন খান ও অক্ষয় কুমারের বিপরীতে হিট ছবিতে অভিনয় করে সুনাম কুড়িয়েছিলেন। তবে দু'দশক ধরে তিনি গ্ল্যামার দুনিয়ার বাইরে। এমনকি দেশও ছেড়েছিলেন। ফিরলেন যখন তখন সন্ন্যাসিনীর বেশে। হলেন কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর। নতুন নাম- যামিনী মমতা নন্দ গিরি।

শুক্রবার সন্ন্যাস গ্রহণের রীতি মেনে নিজের পিণ্ডদান করেন মমতা কুলকার্নি। কিন্নর আখড়ায় তাঁর অভিষেক অনুষ্ঠানাদি সম্পন্ন হয়। তার আগে কিন্নর আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী মহারাজ এবং জুনা আখড়ার মহামণ্ডলেশ্বর স্বামী জয় অম্বানন্দ গিরির সঙ্গে দেখা করেন বিগত দিনের অভিনেত্রী।  

২৫ বছর পর ভারতে ফিরেছেন অভিনেত্রী মমতা কুলকার্নি। গতবছর (২০২৪ সাল) ডিসেম্বরে মুম্বই বিমানবন্দরে অভিনেত্রীকে দেখা গিয়েছিল। এত বছর পর তাঁকে ভারতে দেখে অনেকেই অবাক হয়েছিলেন। অভিনেত্রীর ভক্তরা আশা করেছিলেন, হয়তো ফিরবেন রুপোলি পর্দায়। বিগ বস ১৮-তে তাঁর অংশগ্রহণ নিয়েও ছড়িয়ে জল্পনা। তবে সেই সব জল্পনা উড়িয়ে বিগত দিনের অভিনেত্রী জানিয়েছিলেন,২০২৫ সালের মহাকুম্ভে যোগ দিতেই তাঁর ভারত আগমন।

সন্ন্যাস নিলেন মমতা কুলকার্নি

২০০০ সালে ভারত ছেড়ে ছেড়েছিলেন মমতা। দেশে প্রত্যাবর্তনের পর নেট মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছিলেন। ভারতের মাটিতে পা রেখে উচ্ছ্বসিত অভিনেত্রী লিখেছিলেন,'২৫ বছর পর ভারতে ফিরলাম। সেই ২০০০ সালে দেশ ছেড়েছিলাম। খুব আবেগপ্রবণ হয়ে পড়ছি। নিজের আবেগ ভাষায় প্রকাশ করতে পারছি না'।

'করণ অর্জুন', 'ছুপা রুস্তম', 'বাজি'-সহ একাধিক ছবিতে অভিনয় করেছিলেন মমতা কুলকার্নি। ২০১৬ সালে মাদক-কাণ্ডে তাঁর নাম জড়ায়। স্বামী ভিকি গোস্বামীর মাদক ব্যবসায় তিনিও যুক্ত ছিলেন বলে অভিযোগ ওঠে। ভারতে ফিরে আসার সব অভিযোগ অস্বীকার করেন অভিনেত্রী। জানান, আধ্যাত্মিক জীবন বেছে নিয়েছেন।

Read more!
Advertisement
Advertisement