'মির্জাপুর ২'-এর (Mirzapur 2) মতো সেরা ওয়েব সিরিজে ললিত চরিত্রে অভিনয় করা ব্রহ্মা মিশ্র (Brahma Mishra) আর নেই। ইন্সটাগ্রামে ললিতের ছবি শেয়ার করে দুঃখের খবর জানিয়েছেন দিব্যেন্দু শর্মা (Divyenndu Sharma) ওরফে মুন্না ভাইয়া। ললিত চরিত্রে সবার মন জয় করা ব্রহ্মার চলে যাওয়া এত অল্প বয়সে সবাইকে ব্যথিত করছে। দিব্যেন্দু শর্মা পোস্ট করে, কেউ বিশ্বাস করতে পারবেন না যে তিনি আর এই পৃথিবীতে নেই।
মন জয় করেছিলেন মির্জাপুর ২-তে
ব্রহ্মা মিশ্র অনেক চলচ্চিত্র এবং সিরিয়ালে কাজ করেছিলেন, তবে তিনি মির্জাপুর ২-এর পার্শ্ব ভূমিকা থেকে স্বীকৃতি পেয়েছিলেন। সিরিজে তার চরিত্রটি দেখার পর, তাকে লক্ষ্য করেননি এমন কেউই কমই থাকবেন। শুধু তাই নয়, তিনি ললিত চরিত্রটিকে তার ক্যারিয়ারের সেরা এবং হিট চরিত্র হিসেবেও বর্ণনা করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে এটি তার জীবনের সেরা ভূমিকা।
সিরিজে তার চরিত্রটি এত পছন্দ হয়েছিল যে তাকে নিয়ে অনেক মিমও তৈরি হয়েছিল। ভোপালের বাসিন্দা ব্রহ্মা মিশ্র ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন। ২০১৩ সালে, 'চোর চোর সুপার চোর' সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। এরপর তিনি অক্ষয় কুমারের কেশরী ছবিতেও 'খুদাদদ খান' চরিত্রে অভিনয় করেন। এ ছাড়াও মানঝি: দ্য মাউন্টেন ম্যান, দঙ্গল ছবিতেও অভিনয় করেছেন ব্রহ্মা।
মনোজ বাজপেয়ীকে তার আদর্শ হিসেবে মনে করতেন ব্রহ্মা মিশ্র এবং তার সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি। তিনি নিজেই মনোজ বাজপেয়ীর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এবং তাঁকে নিজের আদর্শ বলে জানান। কী ভাবে এই অভিনেতার মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে পুলিশের। ময়নাদন্তের রিপোর্ট হাতে পেলেই বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছে মুম্বই পুলিশ।