মধ্যপ্রাচ্যের উপসাগরীয় যুদ্ধের (Gulf War) আটকে থাকা ভারতীয়দের উদ্ধার নিয়ে ছবি 'এয়ার লিফট'-এ তাঁর অভিনয় ব্যাপক প্রশংসীত হয়েছিল। এবার সেই অক্ষয় কুমার খনিতে আটকে থাকা মানুষদের উদ্ধার করবেন। এবং তা পশ্চিমবঙ্গেই।
ঠিক তাই। রানিগঞ্জের কয়লাখনির সেই ভয়াবহ স্মৃতি ফিরবে অক্ষয় কুমারের আগামী ছবিতে। ছবির নাম 'মিশন রানিগঞ্জ'(Mission Raniganj)। ১৯৮৯ সাল। হঠাত্ রাতে একটি হাড়হিম করা খবরে চাঞ্চল্য পড়ে যায় গোটা দেশে। রানিগঞ্জের কয়লাখনিতে ধস। ৬৫ জনের বেশি শ্রমিক মাটির নীচে আটকে। কীভাবে উদ্ধার হবেন, আদৌ বাঁচবেন কিনা তাঁরা, জানেন না। প্রমাদ গুনছে মৃত্যুর। কয়লা খনিতে ৩৫০ ফুট গভীরে। বড় পর্দায় সেই ভয়াবহ রাত দেখা যাবে অক্ষয়ের নতুন ছবি 'মিশন রানিগঞ্জ'-তে।
সিনিয়র অফিসার হিসেবে সে দিন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন যশবন্ত সিং গিল। অনেকেই তাঁকে খনিতে নামতে বারণ করেছিলেন। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে ৬৫ জন শ্রমিককে উদ্ধার করেন যশবন্ত। রিয়েল লাইফ হিরো যশবন্ত সিং গিলকেই রিল লাইফে ফুটিয়ে তুলছেন অক্ষয় কুমার। ইতিমধ্যেই Mission Raniganj-এর ফার্স্টলুক প্রকাশ্যে এসে গিয়েছে। পোস্টারেই বোঝা যাচ্ছে, হাড়হিম করা সেই রাতের গল্প।
'মিশন রানিগঞ্জ'-এর প্রথমে নাম দেওয়া হয়েছিল, 'মাইন ইঞ্জিনিয়র'। পরে ছবির নাম বদল করা হয়। অক্টোবরে বড়পর্দায় মুক্তির অপেক্ষায় রয়েছে মাইন ইঞ্জিনিয়র যশবন্ত সিং গিলের(Yashwant Singh Gill) বায়োপিক 'মিশন রানিগঞ্জ'(Mission Raniganj)।
রুস্তম(Rustoom) ছবি খ্যাত পরিচালক টিনু সুরেশ দেশাইয়েরএই নতুন ছবিতে অক্ষয়ের নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। ৯ সেপ্টেম্বর অক্ষয়ের জন্মদিনে মিশন রানিগঞ্জ-এর টিজার প্রকাশ্যে আনার পরিকল্পনা করছেন প্রযোজক জ্যাকি ভাগনানি। ছবিটি কবে মুক্তি পাবে তা টিজারেই জানানো হবে। ইংল্যান্ড,পঞ্জাবের পাশাপাশি দুর্গাপুর-রানিগঞ্জ অঞ্চলে ছবির একাংশের শ্যুটিং করেছেন অক্ষয়-পরিণীতিরা।