'তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ....কৃষ্ণকলি আমি তারেই বলি', রবীন্দ্রনাথ ঠাকুরের এই লেখা এই মুহূর্তে যার জন্যে সবচেয়ে উপযুক্ত, তিনি হলেন মহাকুম্ভের ভাইরাল গার্ল মোনালিসা ভোসলে। নেটমাধ্যম খুললেই নজরে আসে তাঁর ছবি, ভিডিও। রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন মোনালিসা। তাঁর চোখ- সৌন্দর্যর প্রেমে পাগল নেটমাধ্যম থেকে কুম্ভে আগত লক্ষ লক্ষ পুণ্যার্থী।
মোনালিসার খ্য়াতি এতটাই বাড়ে, তাঁর মেকওভার করেন আরও এক সমাজমাধ্যম প্রভাবশালী। সময়টা খুব ভাল যাচ্ছে প্রয়াগরাজ থেকে লাইমলাইটে আসা মোনালিসার। মহাকুম্ভ থেকে তাঁর ভাগ্য বদলে গেছে। মালা বিক্রেটা থেকে হঠাৎ তারকা হয়ে উঠেছেন তিনি।
জল্পনা শোনা গিয়েছিল আগেই। এবার সেই জল্পনায় সিলমোহর পড়ল। বলিউডে ডেবিউ করতে চলেছেন মোনালিসা ভোসলে। খুব শীঘ্রই অভিনয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। লেখক-পরিচালক সনোজ মিশ্র তাঁকে 'ডায়েরি অফ মণিপুর' ছবিতে চুক্তিবদ্ধ করেছেন। মণিপুরে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনার উপর ভিত্তি করে নির্মিত এই ছবিটিতে মোনালিসাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
ছবি নিয়ে কথা বলতে, মধ্যপ্রদেশের খরগোন জেলার মহেশ্বরে মোনালিসার বাড়িতে যান পরিচালক। দু'জনের একসঙ্গে একটি ছবিও সামনে এসেছে। এই ছবিতে কাজ করতে রাজি হয়েছেন মোনালিসা। তিনি সনোজ মিশ্রকে বলেছেন যে, এই চরিত্রের জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করবেন তিনি।
পরিচালকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। যেখানে তিনি বলেছিলেন যে, তিনি মোনালিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন। সনোজ বলেন, 'আমি ছবিতে মোনালিসাকে ভাল ভাবে উপস্থাপন করব এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ওঁর ভবিষ্যৎ গড়তে চাই। আমি ওঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি। তাঁরা সবাই খুব নিরীহ। কঠোর পরিশ্রম করতে প্রস্তুত মোনালিসা। ও এখনও ছোট, ওঁকে প্রস্তুত করা আমাদের দায়িত্ব।'
মোনালিসাকে কোন চরিত্রে দেখা যাবে, সে বিষয়ে এখনই কিছু জানাননি পরিচালক। তবে জল্পনা, একজন সেনা কর্মীর মেয়ের চরিত্রে অভিনয় করবেন মোনালিসা। অক্টোবরে ছবিটি মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে। ছবির বাজেট ২০ কোটি টাকা বলে জানা গেছে। ফেব্রুয়ারিতে শ্যুটিং শুরু হবে। মার্চ বা এপ্রিলের মধ্যে শ্যুটিং ফ্লোরে আসবেন মোনালিসা।
প্রসঙ্গত,সনোজ মিশ্র একজন সুপরিচিত পরিচালক। এর আগে তিনি 'রাম জন্মভূমি', 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল', 'কাশী টু কাশ্মীর'-এর মতো ছবি পরিচালনা করেছেন।