Advertisement

বোলে চুড়িয়া-তে নাচ কাজলের মেয়ে নাইসার, ভিডিও ভাইরাল

এক সময় শাহরুখ আর কাজল এক সঙ্গে স্ক্রিনে আসা মানেই ছিল ব্লক বাস্টার ছবি। দর্শকরা এই জুটিকে খুব পছন্দ করে, এখনও। সেই জুটিরই অন্যতম হিট গান কভি খুশি কভি গম-এর বোলে চুড়িয়া। এ বার সেই গানে পারফর্ম করলেন কাজলের মেয়ে নাইসা দেবগন।

মায়ের সঙ্গে নাইসামায়ের সঙ্গে নাইসা
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 12 Apr 2021,
  • अपडेटेड 5:17 PM IST
  • নিজের স্কুলের একটি ইভেন্টে এই গানে পারফর্ম করেন নাইসা
  • বোলে চুড়িয়া ছাড়াও শাহরুখ কাজলের আরও একটি হিট ছবি মাই নেম ইজ খানের সজদা এবং নয়না গানেও পারফর্ম করে এই গ্রুপটি

এক সময় শাহরুখ আর কাজল এক সঙ্গে স্ক্রিনে আসা মানেই ছিল ব্লক বাস্টার ছবি। দর্শকরা এই জুটিকে খুব পছন্দ করে, এখনও। সেই জুটিরই অন্যতম হিট গান কভি খুশি কভি গম-এর বোলে চুড়িয়া। এ বার সেই গানে পারফর্ম করলেন কাজলের মেয়ে নাইসা দেবগন। সোশাল মিডিয়ায় ভিডিও হল ভাইরাল।

নিজের স্কুলের একটি ইভেন্টে এই গানে পারফর্ম করেন নাইসা। ভিডিওতে স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে এই গানে পারফর্ম করেন নাইসা। আসল গানের মতো স্টেপে কোরিওগ্রাফ করা গানে পা মেলাতে বেশ স্বচ্ছন্দ ছিলেন তিনি। আসল গানে কাজল-শাহরুখের সঙ্গে করিনা কাপুর খান এবং হৃত্বিক রোশনও ছিলেন। একটি ক্যামিও জায়গায় অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনও আসেন। বোলে চুড়িয়া ছাড়াও শাহরুখ কাজলের আরও একটি হিট ছবি মাই নেম ইজ খানের সজদা এবং নয়না গানেও পারফর্ম করে এই গ্রুপটি।

 

আরও পড়ুন

২০০৩ সালে কাজলের মেয়ে নাইসার জন্ম হয়। এ ছাড়া কাজল-অজয়ের এক ছেলেও আছে, তার নাম যুগ। অজয় দেবগন বরাবরই সন্তানদের নিয়ে খুব প্রটোক্টিভ ছিলেন। একবার একটি সাক্ষাৎকারে অজয় জানান, সোশাল মিডিয়ায় স্টার কিডদের খুব বাজে ভাবে ট্রোলিং করা হয় মাঝে মাঝে। যা একেবারেই ভালো চোখে দেখন না তিনি। অজয় আরও জানান, অভিনেতা বা অভিনেত্রীর কাজকে বিচার করা উচিত। সেই কাজের ভার তাঁদের সন্তানদের উপর চাপিয়ে তাঁদের জীবনকে বিচার করার অধিকার কারও নেই। স্টার কিড হওয়ার জন্য এঁরা সব সময় মিডিয়ার লাইমলাইটের আলোয় থাকেন। ফলে তাঁদের প্রাইভেসি বলতে কিছুই থাকে না।

 

Read more!
Advertisement
Advertisement