
PM Modi on Dharmendra Death: বলিউডের 'হি-ম্যান' নামে পরিচিত অভিনেতা ধর্মেন্দ্র সোমবার ৮৯ বছর বয়সে প্রয়াত হন। দীর্ঘ অসুস্থতার পর তিনি মুম্বইয়ের জুহুতে নিজের বাড়িতেই মারা যান। এর আগে শ্বাসকষ্টের কারণে তাকে অক্টোবরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১২ নভেম্বর তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
প্রধানমন্ত্রী মোদী শ্রদ্ধা নিবেদন করেছেন
ধর্মেন্দ্রর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, 'ধর্মেন্দ্রজির প্রয়াণ ভারতীয় চলচ্চিত্রের একটি যুগের অবসান ঘটিয়েছে। তিনি ছিলেন একজন আইকনিক চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং একজন অসাধারণ অভিনেতা যিনি তাঁর অভিনীত প্রতিটি চরিত্র মনোমুগ্ধকর করে তুলেছিলেন এবং গভীরতা এনেছিলেন। তাঁর সরলতা, নম্রতা এবং উষ্ণতা অসংখ্য হৃদয়কে স্পর্শ করেছিল। এই দুঃখের সময়ে তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত ভক্তদের প্রতি আমার সমবেদনা। ওঁম শান্তি।'
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন - 'ধর্মেন্দ্রজির মৃত্যু ভারতীয় চলচ্চিত্রের একটি যুগের সমাপ্তি। তিনি ছিলেন একজন আইকনিক চলচ্চিত্র ব্যক্তিত্ব, একজন দুর্দান্ত অভিনেতা যিনি তার অভিনীত প্রতিটি চরিত্র মনোমুগ্ধকর করেছিলেন এবং গভীরতা এনেছিলেন। তিনি যেভাবে বৈচিত্র্যময় ভূমিকা পালন করেছিলেন তা অসংখ্য মানুষের হৃদয় স্পর্শ করেছিল। ধর্মেন্দ্রজি তাঁর সরলতা, নম্রতা এবং উষ্ণতার জন্য সমানভাবে প্রশংসিত ছিলেন। এই দুঃখের সময়ে, তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত ভক্তদের প্রতি আমার সমবেদনা। ওঁম শান্তি।'
বলিউডের প্রবীণ অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করে ট্যুইটে শ্রদ্ধাজ্ঞপন করেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুও। এক্স হ্যান্ডেলে দ্রৌপদী মুর্মু লেখেন, 'প্রবীণ অভিনেতা এবং প্রাক্তন সংসদ সদস্য শ্রী ধর্মেন্দ্রজির মৃত্যু ভারতীয় চলচ্চিত্রের জন্য এক বিরাট ক্ষতি। অন্যতম জনপ্রিয় অভিনেতা, তিনি তাঁর দশকের দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে অসংখ্য স্মরণীয় অভিনয় উপহার করেছেন। ভারতীয় চলচ্চিত্রের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব ৷ তিনি এমন একটি উত্তরাধিকার রেখে গেছেন যা তরুণ প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করবে। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।'
ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকজ্ঞাপন করে ট্যুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, 'মুম্বইয়ে কিংবদন্তি অভিনেতা-নায়ক ধর্মেন্দ্রজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত করবে। তাঁর পরিবার, ভ্রাতৃত্ববোধ, ভক্ত এবং অনুসারীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। হেমা মালিনীজি, তাঁর পুত্র-কন্যারা এখন তাঁর সমৃদ্ধ উত্তরাধিকার বহন করবেন ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি।'
বলিউডে শোকের ছায়া
ধর্মেন্দ্রর শেষকৃত্য মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে সম্পন্ন হয়, যেখানে তার বড় ছেলে সানি দেওল চিতায় আগুন দেন। হেমা মালিনী, এষা দেওল, অমিতাভ বচ্চন, সলমন খান, আমির খান এবং চলচ্চিত্র জগতের আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব শেষকৃত্যে অংশ নেন। ভক্ত এবং সেলিব্রিটিরাও সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্রকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছেন।
ধর্মেন্দ্রর চলচ্চিত্র যাত্রা
ধর্মেন্দ্র ছয় দশকেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমায় রাজত্ব করেছেন। তিনি অনপড়, বন্দিনী, মেরা গাওঁ মেরা দেশ, শোলে, ধরম বীর এবং তেহেলকার মতো সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। হেমা মালিনীর সঙ্গে তাঁর অন-স্ক্রিন জুটি অত্যন্ত জনপ্রিয় ছিল।