
তিনি শিক্ষিত, প্রগতিশীল। বরাবরই চাপিয়ে দেওয়া অযৌক্তিক নিয়ম নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর চিন্তাভাবনা হাজার হাজার মানুষকে উদ্বুদ্ধ করে। তিনি আর কেউ নন, কবি এবং জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার। বোরখা দিয়ে মহিলাদের মুখ ঢেকে রাখার সামাজিক যুক্তি প্রসঙ্গে তাঁর দেওয়া উত্তর হৃদয় ছুঁয়েছে নেটিজেনদের। মহিলারা বোরখা দিয়ে মুখ ঢাকলে কি তাদের কম শক্তিশালী করে তোলে? ভুবনেশ্বরে সংস্কৃতি মন্ত্রকের সহায়তায় ইন্ডিয়ান পারফর্মিং রাইটস সোসাইটি আয়োজিত অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এর যুক্তিযুক্ত উত্তর দেন জাভেদ।
অধিবেশনে এহেন প্রশ্ন আসে তাঁর কাছে। এক মুসলিম বোরখা পরিহিত যুবতীই তাঁকে এই প্রশ্ন করেন। এর জবাবে জাভেদ যা বলেন, তা নিয়ে ফের বিতর্ক জন্ম নিয়েছে। শিল্পী ব্যক্তির পছন্দ, মর্যাদা এবং সামাজিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি যুক্তি দেন, মুখ ঢেকে রাখা ব্যক্তিগত স্বাধীনতার চেয়ে বেশি সমাজের চাপ।
জাভেদ বলেন, "নিজের মুখ নিয়ে লজ্জিত হওয়ার কী আছে। আমি বিশ্বাস করি খোলামেলা পোশাক - পুরুষরা পরুক বা মহিলারা - মর্যাদাপূর্ণ দেখায় না। যদি কোনও পুরুষ স্লিভলেস শার্ট পরে অফিস বা কলেজে আসে, তাহলে সেটা ভালো দেখায় না। তাঁর উচিত শালীন পোশাক পরা। ঠিক তেমনই একজন মহিলারও শালীন পোশাক পরা উচিত।"
তবে, তিনি এও বলেন, শালীন পোশাক পরা এবং মুখ ঢেকে রাখার মধ্যে পার্থক্য রয়েছে। তাঁর বক্তব্য, কারও মুখ কি অশ্লীল, অসম্মানজনক? তাহলে কেন ঢেকে রাখা হবে? নিজের মুখ নিয়ে লজ্জা পাওয়ার কী আছে? এর কারণ কী?" তাঁর এই উত্তরই মন ছুঁয়ে যায় নেটিজেনদের। তবে একাংশ এই মন্তব্যের বিরোধিতা করেছে। বিতর্কের ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়।