Advertisement

Ram Setu Box Office Collection: শুরুতেই বক্স অফিসে ধামাকা অক্ষয়ের 'রাম সেতু'-র! প্রথম দিন আয় কত?

Ram Setu Box Office Collection: অনেকে পছন্দ করলেও, অনেকে আবার ছবিটি নিয়ে ভাল প্রতিক্রিয়া দেননি। তবে ২৫ অক্টোবর মুক্তি পাওয়া পরই ছবিটি দারুণ ওপেনিং করেছে বক্স অফিসে।

বক্স অফিসে ধামাকা অক্ষয়ের 'রাম সেতু'-র
Aajtak Bangla
  • মুম্বই ,
  • 26 Oct 2022,
  • अपडेटेड 1:43 PM IST

Ram Setu Box Office Collection Day 1: দীপাবলিতে দর্শকদের বিশেষ উপহার দিয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। মুক্তি পেয়েছে তাঁর অভিনীত 'রাম সেতু' (Ram Setu)। ছবিটি এখন পর্যন্ত দর্শকদের কাছে মিশ্র সাড়া পাচ্ছে। অনেকে পছন্দ করলেও, অনেকে আবার ছবিটি নিয়ে ভাল প্রতিক্রিয়া দেননি। তবে ২৫ অক্টোবর মুক্তি পাওয়া পরই ছবিটি দারুণ ওপেনিং করেছে বক্স অফিসে (Box Office)।

প্রথম দিন কত আয় করেছে 'রাম সেতু'?

দীপাবলি এবং উৎসবের মরসুমের মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমারের ছবিটি অনেক লাভবান হচ্ছে। 'রাম সেতু' প্রথম দিনেই ভাল আয় করেছে। রিপোর্ট অনুযায়ী, 'রাম সেতু'-র প্রথম দিনের সংগ্রহ প্রায় ১৫ কোটি টাকা। এই ছবিটিই 'খিলাড়ি' অভিনেতেরা সেরা ওপেনার ছবি। অক্ষয় কুমারের শেষ তিনটি ছবি বক্স অফিসে চমকপ্রদ কিছু করতে পারেনি। 'বচ্চন পান্ডে', 'সম্রাট পৃথ্বীরাজ' এবং 'রক্ষা বন্ধন' বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এজন্যে 'রাম সেতু'-র দিকে অনেকেই তাকিয়েছিলেন। ছবির শুরুটা ভাল হয়েছে। এখন দেখা যাক, আগামী দিনে বক্স অফিসে কতটা হিট হতে পারে।

'রাম সেতু' ও 'থ্যাঙ্ক গড'-র সংঘর্ষ হচ্ছে

অক্ষয় কুমারের ছবি 'রাম সেতু'-র সঙ্গে হাড্ডাহাড্ডি লাড়াই চলছে অজয় ​​দেবগনের 'থ্যাঙ্ক গড'-র। প্রথম দিনের আয়ে, 'রাম সেতু', 'থ্যাঙ্ক গড'-কে ছাপিয়েছে। যেখানে অক্ষয়ের ছবির প্রথম দিনের আয় প্রায় ১৫ কোটি, সেখানে অজয়ের ছবির আয় ৮-৯ কোটি টাকা।

'রাম সেতু' পরিচালনা করেছেন অভিষেক শর্মা। ছবিতে একজন প্রত্নতত্ত্ববিদের চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার। অভিনেতার লুক এবং অভিনয় ইতিমধ্যে যথেষ্ট প্রশংসিত। ছবির ভিএফএক্স, কাহিনী, ক্লাইম্যাক্স... সবকিছুই দর্শকদের মুগ্ধ করেছে। তবে শেষ পর্যন্ত এই ছবি কতদূর পৌঁছাতে পারে, তা সময়ই বলবে।  

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement