Advertisement

Ranbir Kapoor: আলিয়া প্রথম স্ত্রী নন, রণবীরের অতীতের গোপন কথা ফাঁস...

Ranbir Kapoor: রণবীর কাপুর হয়তো বিবাহিত। কিন্তু আজও তাঁর বিপুল সংখ্যক মহিলা ভক্ত রয়েছে। সে প্রমাণ মেলে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই। এবার অতীতের এক গোপন কথা ফাঁস করেন বলিউড অভিনেতা। আলিয়া তাঁর প্রথম স্ত্রী নন।

রণবীর- আলিয়া রণবীর- আলিয়া
Aajtak Bangla
  • মুম্বই,
  • 21 Mar 2025,
  • अपडेटेड 5:17 PM IST

শিরোনামে রণবীর কাপুর। অতীতের এক গোপন কথা ফাঁস করেন বলিউড অভিনেতা। তিনি দাবি করেছেন, আলিয়া তাঁর প্রথম স্ত্রী নন। আর এরপর থেকেই জোর চর্চায় রণবীর। কে তাঁর  প্রথম স্ত্রী? এতদিন কেন প্রকাশ্যে আনেননি তাঁকে? এবার নিজেই খোলসা করলেন ঋষি পুত্র। 

রণবীর কাপুর বিবাহিত। কিন্তু আজও তাঁর বিপুল সংখ্যক মহিলা ভক্ত রয়েছে। সে প্রমাণ মেলে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই। যদিও আলিয়া ভাটের সঙ্গে রণবীরের জুটি বেশ পছন্দ করেন সকলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে, বলিউড অভিনেতা তাঁর 'প্রথম স্ত্রী' সম্পর্কে কথা বলেন। রণবীর জানিয়েছেন, আলিয়া ভাটের আগে তাঁর আরও একজনের সঙ্গে বিয়ে হয়। অবাক হচ্ছেন? ভাবছেন ব্যাপারটা কী? 

বিষয়টা জানা যাবে, পুরো ঘটনাটা শুনলে। সাক্ষাৎকারে রণবীর বলেন যে, তাঁর কেরিয়ারের প্রথম দিকে একটি মেয়ে এসে তাঁকে বিয়ে করেছিলেন তাঁর বাড়ির গেটে। রণবীর বলেন, "আমি এটাকে পাগলামি বলব না কারণ তাহলে এটা নেতিবাচক মন্তব্য হবে। কিন্তু আমার মনে আছে, প্রথম দিকে একটি মেয়ে ছিল, যদিও আমি তাঁকে দেখিনি। কিন্তু আমার নিরাপত্তারক্ষী আমায় বলেছে যে, সে একজন পুরোহিতকে সঙ্গে নিয়ে এসেছিল এবং আমার গেটের বাইরে বিয়ে করে।" 

আরও পড়ুন

অভিনেতা আরও বলেন, "তখন সেই বাংলোতে আমি আমার বাবা-মায়ের সঙ্গে থাকতাম। গেটের বাইরে পড়ে দেখি তিলক ও মালা রয়েছে। আমি তখন শহরের বাইরে ছিলাম। আমার এটা ক্রেজি মনে হয়েছে।"  রণবীর কাপুর মজা করে বলেন, "আমি এখনও আমার প্রথম স্ত্রীয়ের সঙ্গে দেখা করিনি। তাই একদিন ওঁর সঙ্গে দেখা করার সুযোগের অপেক্ষায় আছি।" 

প্রসঙ্গত, রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সম্পর্ক শুরু হয়েছিল ২০১৮ সালে 'ব্রহ্মাস্ত্র'-র শ্যুটিং চলাকালীন। এরপর ২০২২ সালে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। জুটির বান্দ্রার অ্যাপার্টমেন্ট 'বাস্তু'-তেই বসে তাঁদের বিয়ের আসর। বিয়ের কিছুদিন পরই গর্ভবতী হওয়ার ঘোষণা করে সকলকে চমকে দেন আলিয়া। জুটির মেয়ে রাহা এখন সকলের চোখের মণি। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement