বলিউডের অন্যতম সেরা অভিনেত্রীদের মধ্যে একজন রানি মুখোপাধ্যায়। তাঁর ফ্যানেদের সংখ্যা বিপুল। দর্শক এখনও অপেক্ষা করে থাকেন রানির ছবির জন্য। তারকাদের জীবন নিয়ে সাধারণ মানুষের বরাবর কৌতূহল অনেক বেশী। তাঁদের পছন্দ - অপছন্দ নিয়েও ফ্যানেদের মাঝে চর্চা কম হয় না। তারকাদের ডেটিং, সম্পর্ক বা বিয়ে, কে-কোথায়-কখন কার সঙ্গে যাচ্ছেন, ইত্যাদি সবচেয়ে বেশি চর্চায় থাকে। তবে সোশ্যাল মিডিয়ায় নেই রানি। ফলস্বরূপ রানির জীবনে বেশি উঁকিঝুঁকি দিতে পারেন না ভক্তরা। তবে জানেন, কেন নেটমাধ্যমে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা? কারণ জানালেন তিনি নিজেই।
সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুপস্থিতি নিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে কথা বলেন রানি মুখোপাধ্যায়। তিনি বলেন, "আমার অনেক ভক্ত রয়েছে যারা সব সময় আমার প্রচার করে চলেছেন। আমি নিজের প্রচার করি বা না করি, তারা ধারাবাহিকভাবে এটি করে চলেছে। হ্যাঁ, আমি খুবই ভাগ্যবান যে আমার অনেক ফ্যান ফলোয়িং আছে। এমন ফ্যান গ্রুপ আছে, যারা এই প্রজন্মের কাছেও আমাকে বাঁচিয়ে রাখছে। তারা সকলকে মনে করিয়ে দেন আমি কে। আমি স্পষ্টতই অনেক বিজ্ঞাপন করি না, তাই আমায় সব সময় বাড়ির টেলিভিশনে দেখা যায় না। তবে হ্যাঁ, আমার ছবিগুলি আমার জন্য সেই কাজ করে।"
তিনি আরও বলেন, "আমি খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করি। আমি মনে করি যে, আমরা যত বেশি কিছুতে প্রবেশ করব, তত বেশি আমাদের সেরাটা দিতে হবে। আমি এমন কিছু করতে পছন্দ করি যাতে আমি আমার ১০০ শতাংশ দিতে পারি। হয়তো আমি সোশ্যাল মিডিয়াতে আমার ১০০ শতাংশ দিতে পারব না, তাই আমি সেই অতিরিক্ত বোঝা নিতে চাই না। আমি খুশি যেভাবে সবকিছু চলছে। মানুষ যেভাবে আমার 'মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে' ছবিটি দেখতে গিয়েছিল, আমি অত্যন্ত আনন্দিত যে মানুষ এখনও আমায় চেনে। একজন অভিনেতা হিসেবে আমি সব সময় আমার সীমানা ঠেলে রাখব। আমি সবসময় সেই চরিত্রের জন্য অপেক্ষা করব যা, আমাকে এবং পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এই জিনিসটির জন্য আমি অপেক্ষা করছি।"
রানি মুখোপাধ্যায়কে শেষ দেখা গিয়েছিল 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা গেছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও জিম সার্ভকে। ছবিটির গল্প নরওয়েতে বসবাসকারী এক মায়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যার সন্তানদের ভুল তথ্য পেয়ে শিশু কল্যাণ পরিষেবার লোকেরা তুলে নিয়ে যায়। সন্তান ফিরে পেতে আদালতে লড়তে হয় ওই নারীকে। এই ছবিটি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।