Advertisement

Ranveer Allahabadia Controversy: মা-বাবার যৌনজীবন টেনে 'অশ্লীল' জোক, YouTuber রণবীরের তীব্র নিন্দা দেশজুড়ে, কী হয়েছে?

Ranveer Allahbadia in Samay Raina Show: নন ফিকশন শোতে হাজির হয়ে মজার ছলেই এক প্রতিযোগীকে বাবা-মায়ের যৌন জীবন নিয়ে কুরুচিকর মন্তব্য করে রণবীর আলাহাবাদিয়া। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Feb 2025,
  • अपडेटेड 4:28 PM IST

শিরোনামে রণবীর আলাহাবাদিয়া। বড় আইনি জটিলতায় জড়িয়েছেন জনপ্রিয় ইউটিউবার রণবীর ওরফে বিয়ারবাইসেপস। স্ট্যান্ডআপ কমেডিয়ান সময় রায়নার শো 'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট'-এ হাজির হয়ে বাবা-মাকে নিয়ে অশালীন মন্তব্য করার জেরে নেট দুনিয়ায় নিন্দার ঝড় উঠেছে তাঁকে নিয়ে। শুধু তাই নয়, জাতীয় মানবাধিকার কমিশন রণবীরের মন্তব্য নিয়ে ইউটিউবকে চিঠি লিখেছেন। 

নন ফিকশন শোতে হাজির হয়ে মজার ছলেই এক প্রতিযোগীকে বাবা-মায়ের যৌন জীবন নিয়ে কুরুচিকর মন্তব্য করে রণবীর আলাহাবাদিয়া। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসও রণবীরের এই মন্তব্যের নিন্দা করেছেন। তাঁর এই কাণ্ড দেখে, রীতিমতো তাজ্জব নেটদুনিয়া। নেতিবাচক মন্তব্যে ভরেছে সোশ্যাল মিডিয়া। বিরাট ট্রোলিংয়ের শিকার হয়েছেন তিনি। বিষয়টি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে, শেষমেশ ক্ষমা চেয়েছেন রণবীর। তিনি বলেন, এই মন্তব্যের ন্যায্যতা বা যৌক্তিকতা নিয়ে কোনও  কিছু বলবেন না, তবে শুধু ক্ষমা চান।

 

আরও পড়ুন

এক্স হ্যান্ডেলে একটি ভিডিওটি শেয়ার করে রণবীর বলেন, "আমার মন্তব্যটি অনুপযুক্ত ছিল। এটা মজার ছিল না। কমেডি আমার ঘরানা নয়। আমি শুধু সরি বলতে চাই। অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে, আমি আমার প্ল্যাটফর্মটি এভাবে ব্যবহার করব কি না? জবাবে, আমি বলব যে, আমি আমার প্ল্যাটফর্মটি এভাবে ব্যবহার করতে চাই না। যা কিছু ঘটেছে তার জন্য আমি কোনও যুক্তি দেখাব না। আমি এই ভুল করতে চাইনি। সব বয়সের মানুষ আমার পডকাস্ট দেখেন।" 

 

তিনি আরও বলেন, "আমি পরিবারকে কখনই অসম্মান করতে পারব না। আমার সেই প্ল্যাটফর্মটিকে আরও ভালভাবে ব্যবহার করা উচিত ছিল। আমি পুরো অভিজ্ঞতা থেকে এটি শিখেছি। আমি আরও ভাল হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি নির্মাতাদের ভিডিওটির অসংবেদনশীল অংশটি সরাতে বলেছি। হয়তো আপনি একজন মানুষ হিসাবে আমাকে ক্ষমা করবেন।"

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement