হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন রেমো ডিসুজা। আচমকা তাঁর অসুস্থতায় পরিবারে বয়ে গিয়েছিল ঝড়। দুঃসময়ে পাশে থাকার জন্য বড়দিনে সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন রেমোর স্ত্রী লিজেল। সেখানেই সলমন খানকে দেবদূত বলেছেন তিনি। তাহল কি মিটল রেমো-সলমন বিবাদ?
বড়দিনে সোশ্যাল পেজে, স্বামী রোমের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিজেল ডিসুজা লিখেছেন, 'ক্রিসমাসের সেরা উপহার। এই মুহূর্ত থেকে যাবে সারা জীবন। এই অসম্ভব মানসিক চাপের পর তোমাকে জড়িয়ে ধরার আনন্দ শেয়ার করলাম। তুমি ভাব আমি সুপারওম্যান, কিন্তু ওইদিন হঠাৎ করেই আমি দিকশূন্যহীন হয়ে পড়েছিলাম। এক ছোট শিশুতে পরিণত হয়েছিলাম। কোনও রাস্তা খুঁজে পাচ্ছিলাম না।' চিকিৎসক থেকে শুরু করে হাসপাতাল কর্মী, বন্ধু-বান্ধব যাঁরা পাশে ছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেই পোস্টেই লিজেল সলমন খানকে 'ঈশ্বরের দূত' বলেছেন। তিনি লিখেছেন, 'সলমন ভাই, মনের গভীর থেকে ধন্যবাদ জানাতে চাই সব সময় আমার পাশে থেকে আমাকে মানসিক শক্তি জোগানোর জন্য। আপনি ঈশ্বরের দূত।'
'রেস ৩' ছবির শুটিংয়ে সলমনের সঙ্গে দ্বন্দ্ব বাঁধে রেমোর। মতানৈক্যের জেরে কথা বন্ধ হয়ে যায় দুজনের। কিন্তু রেমোর এই দুঃসময়ে তাঁর স্ত্রী লিজের পাশে সবসময় ছিলেন সলমন।
অন্যদিকে হাসপাতাল থেকে ফিরে ক্রিসমাস উদযাপনে মেতেঠেন রেমো ডিসুজা। বন্ধু আমির আলির সঙ্গে নেচেওছেন তিনি। আমির-রেমোর মাঝে পুতুল সান্তাক্লজ।
প্রসঙ্গত, ১১ ডিসেম্বর আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন কোরিওগ্রাফার তথা পরিচালক রেমো ডিসুজা। এরপরই তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিছুদিন আগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। হাসিখুশি রেমোকে নাচতে দেখে স্বস্তিতে ভক্তরা।