স্টারকিড হিসাবে বলিউডের শীর্ষে রয়েছেন জাহ্নবী কাপুর ও অনন্যা পাণ্ডে। এই দুই অভিনেত্রী বলিউডে নিজেদের জায়গা পাকা করে নিয়েছেন। জাহ্নবী ও অনন্যা প্রায়ই একাধিক কারণে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি এই দুই অভিনেত্রীকে দেখা গেল তাঁদের চর্চিত প্রেমিকদের সঙ্গে, যা নিয়ে টিনসেল টাউনে জোর গুঞ্জন উঠেছে।
করণ জোহরের পার্টিতে জাহ্নবী-অনন্যা
অপরদিকে বি-টাউনে সেরা পার্টি করার জন্য বদনাম ও সুনাম দুই রয়েছে পরিচালক-প্রযোজক করণ জোহরের। সম্প্রতি করণ তাঁর বান্দ্রার বাড়িতে তারকা খচিত এক পার্টির আয়োজন করেছিলেন। যেখানে একাধিক বলিউড তারকাদের দেখা গিয়েছে। আর সেই পার্টিতেই নিজেদের চর্চিত বয়ফ্রেন্ডদের সঙ্গে দেখা যায় জাহ্নবী-অনন্যাকে।
চর্চিত প্রেমিককে নিয়ে আসেন জাহ্নবী
বহুদিন ধরেই শোনা যাচ্ছিল যে জাহ্নবী কাপুর শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও এটা নিয়ে দুই পক্ষের কেউই মুখ খোলেননি। তবে পার্টিতে-ইভেন্টে এই দুই লাভ বার্ডসকে প্রায়ই দেখা যায়। তবে এবার জাহ্নবী-শিখর ধরা পড়ে গেলেন করণ জোহরের পার্টিতে। এসইউভি করে জাহ্নবী ও শিখর পাহাড়িয়া আসেন করণ জোহরের পার্টিতে। গাড়ি চালাচ্ছিলেন জাহ্নবীর চর্চিত প্রেমিক আর পাশে বসেছিলেন অভিনেত্রী। গাঢ় বাদামি রঙের শর্ট ড্রেস পরেছিলেন জাহ্নবী এবং শিখর পরেছিলেন সবুজ রঙের সোয়েট টি-শার্ট। পাপারাৎজিদের দিকে তাকিয়ে গাড়ির মধ্যে থেকেই হাত নাড়ান জাহ্নবী।
আদিত্য রয়ের সঙ্গে সম্পর্কে নাকি অনন্যা
অপরদিকে অনন্যা পাণ্ডের সঙ্গে আদিত্য রয় কাপুরের সম্পর্ক রয়েছে তা ইতিমধ্যেই বি-টাউনে অজানা নয়। করণ জোহরের চ্যাট শোতে এসে অনন্যা কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন। এবার পরিচালকের হাউজ পার্টিতে একসঙ্গে দেখা গেল আদিত্য ও অনন্যাকে। অনন্যা ও আদিত্য দুজনেই কালো রঙের পোশাক পরেছিলেন। অনন্যাকে গাড়ির সামনে বসে থাকতে দেখা যায় এবং আদিত্য রয় কাপুর বসেছিলেন গাড়ির পিছনের আসনে। খুবই ক্যাজুয়াল লুক ছিল সকলের।
করণ জোহরের পার্টি থেকে এঁদের একসঙ্গে বের হতেও দেখা যায়
পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছে যে করণ জোহরের পার্টি থেকে বের হওয়ার সময় আদিত্য এবং অনন্যা আলাদা আলাদা গাড়ি করে বেরিয়ে যান। অন্যদিকে জাহ্নবী তাঁর চর্চিত প্রেমিক শিখরের সঙ্গে একই গাড়িতে করে পার্টি থেকে বের হন।
জাহ্নবী-অনন্যার কেরিয়ার গ্রাফ
সিদ্ধান্ত চতুর্বেদী ও আদর্শ গোরবের সঙ্গে অনন্যাকে দেখা যাবে খো গয়ে হাম কহা সিনেমায়। এছাড়া আযুষ্মান খুরানার সঙ্গে ড্রিম গার্ল ২-তে রয়েছেন অভিনেত্রী, যা এই বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। অপরদিকে জাহ্নবী কাপুরের ঝুলিতে রয়েছে বাওয়াল ও মিস্টার অ্যান্ড মিসেস মাহি।