বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনায় এক অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে বলে জানাল মুম্বই পুলিশ। তবে কে সেই অভিযুক্ত, সে সম্পর্কে এই প্রতিবেদন লেখা পর্যন্ত খোলসা করেননি তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে পরে সিঁড়ি দিয়ে পালিয়ে যান অভিযুক্ত। ফায়ার এসকেপ ব্যবহার করে ওই অভিযুক্ত সইফের বাড়িতে ঢোকেন বলে জানিয়েছে পুলিশ। শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা হবে।
মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ডিসিপি দীক্ষিত গেদাম জানিয়েছেন যে, রাত ৩টার দিকে তিনি খবর পেয়েছিলেন যে অভিনেতা সাইফ আলি খানকে ছুরি দিয়ে আক্রমণ করা হয়েছে। বর্তমানে সাইফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিনেতা এখন বিপদমুক্ত। পুলিশ অভিনেতার সঙ্গে কথা বলেনি। এই হামলায় সাইফের বাড়িতে কর্মরত মহিলা কর্মীরাও আহত হয়েছেন।সর্বশেষ তথ্য অনুযায়ী, মুম্বই ক্রাইম ব্রাঞ্চের দল সাইফর বাড়িতে কর্মরত মহিলা কর্মীদের থানায় নিয়ে গিয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বুধবার গভীর রাতে বান্দ্রায় সইফ বাড়িতে ঢোকে কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। ছুরি নিয়ে সইফের উপর দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ছুরির ঘায়ে জখম হয়েছেন সইফ। তাঁর শরীরের ৬ জায়গায় কোপানো হয়েছে। এর মধ্যে ২টি ক্ষত গভীর। বর্তমানে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা। সইফের অস্ত্রোপচার করানো হয়েছে। তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করানো হয়েছে। তাঁর শরীর থেকে ২-৩ ইঞ্চি লম্বা একটি ধারালো বস্তু বার করা হয়েছে। ওই ধারালো বস্তুটি ছুরির অংশ বলে জানা যাচ্ছে।
লীলাবতী হাসপাতালের সিওও চিকিৎসক নীরজ উত্তমনি জানিয়েছেন, ভোর রাত সাড়ে ৩টে নাগাদ জখম অবস্থায় সইফকে হাসপাতালে আনা হয়। ৬টি কোপের মধ্যে ২টি কোপে গভীর ক্ষত তৈরি হয়েছে। সইফের মেরুদণ্ডের কাছে ১টা কোপানো হয়েছে।
সূত্রের খবর, সইফের বাড়িতে বাচ্চাদের ঘরে হামলার ঘটনা ঘটেছে। কীভাবে হামলাকারীরা সইফের বাড়িতে ঢুকল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।এই ঘটনার পর বান্দ্রা এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। মুম্বইয়ের এই এলাকায় একাধিক বলি তারকার বাড়ি। এমন হেভিওয়েট এলাকায় কীভাবে এমন হামলার ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।