বলি তারকা সইফ আলি খানের অস্ত্রোপচার করা হল। সাইফের নিউরো সার্জারি করা হয়েছে।তাঁর শরীর থেকে ২-৩ ইঞ্চি লম্বা একটি ধারালো বস্তু বার করা হয়েছে। ওই ধারালো বস্তুটি ছুরির অংশ বলে জানা যাচ্ছে। বর্তমানে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসা চলছে অভিনেতার। তাঁর কসমেটিক সার্জারিও করা হবে। সাইফের ঘাড় ও মেরুদণ্ডের কাছে গুরুতর চোট রয়েছে বলে জানা গিয়েছে।
গতকাল গভীর রাতে বান্দ্রায় সইফের বাড়িতে ঢোকে কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। ছুরি নিয়ে সইফের উপর দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ছুরির ঘায়ে জখম হয়েছেন সইফ। তাঁর শরীরের ৬ জায়গায় কোপানো হয়েছে। এর মধ্যে ২টি ক্ষত গভীর। কী উদ্দেশ্যে হামলা, তা এখনও স্পষ্ট নয়।
লীলাবতী হাসপাতালের সিওও চিকিৎসক নীরজ উত্তমনি জানিয়েছেন, ভোর রাত সাড়ে ৩টে নাগাদ জখম অবস্থায় সইফকে হাসপাতালে আনা হয়। ৬টি কোপের মধ্যে ২টি কোপে গভীর ক্ষত তৈরি হয়েছে। সইফের মেরুদণ্ডের কাছে ১টা কোপানো হয়েছে। সইফের বাড়ির পরিচারকদের উপরও হামলা চালানো হয়েছে বলে খবর। তাঁদেরও চিকিৎসা চলছে লীলাবতী হাসপাতালে।
সূত্রের খবর, সইফের বাড়িতে বাচ্চাদের ঘরে হামলার ঘটনা ঘটেছে। কীভাবে হামলাকারীরা সইফের বাড়িতে ঢুকল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পর বান্দ্রা এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। মুম্বইয়ের এই এলাকায় একাধিক বলি তারকার বাড়ি। এমন হেভিওয়েট এলাকায় কীভাবে এমন হামলার ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
সইফের উপর হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাস্থলে স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ৭ সদস্যের ১টি দল গঠন করেছে মুম্বই পুলিশ।