বলি তারকা সইফ আলি খানের ঘরে ঢুকে তাঁর উপর ছুরি নিয়ে হামলার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। মুম্বইয়ের অভিজাত বান্দ্রা এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে খবর, সইফের হামলাকারী কয়েক দিন আগেই শাহরুখ খানের বাড়িতে রেইকি করেছিল। পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
সইফের উপর হামলার ঘটনার পর বান্দ্রাতে শাহরুখের বাড়ি 'মন্নতে' যায় পুলিশের একটি দল। ঘটনার তদন্তেই কিং খানের বাড়িতে যায় পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত ১৪ জানুয়ারি শাহরুখের বাড়ির কাছে সন্দেহজনক গতিবিধি দেখা যায়। মন্নত সংলগ্ন রিট্রিট হাউসের কাছে ৬-৮ ফুট লোহার ল্যাডারে উঠে এক ব্যক্তি শাহরুখের বাড়ি দেখছিলেন বলে জানা গিয়েছে।
বুধবার গভীর রাতে (তারিখ অনুযায়ী বৃহস্পতিবার) বান্দ্রায় সইফের বাড়িতে হামলার ঘটনা ঘটে। ছুরি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। সইফের শরীরে ৬টি কোপ মারা হয়। তড়িঘড়ি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় সইফকে। তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে বিপন্মুক্ত অভিনেতা। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
গতকালই সইফের উপর হামলার ঘটনায় এক সন্দেহভাজনের ছবি প্রকাশ্যে আনে পুলিশ। হামলার পর এক সন্দেহভাজনকে বান্দ্রা স্টেশনে দেখা গিয়েছে বলে দাবি। শুক্রবার এক সন্দেহভাজনকে আটক করেছে মুম্বই পুলিশ। বান্দ্রা থানায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই আবহেই শাহরুখের বাড়িতে রেইকি করার তথ্য প্রকাশ্যে এল।