Advertisement

Saif Ali Khan News: 'সিংহের মতো এলেন, স্ট্রেচারও নেননি...' ছুরিবিদ্ধ সইফের সহ্যশক্তিতে মুগ্ধ ডাক্তাররা

Saif Ali Khan News: গুরুতর আহত-রক্তাক্ত অবস্থাতেও স্ট্রেচার নেননি সইফ আলি খান। তাঁর সহ্যশক্তি এবং সাহসে অবাক লীলাবতি হাসপাতালের চিকিৎসকরাও। শরীরে ৬ বার ছুরির গভীর আঘাতের পরও কারও এত মনের জোর! ভাবতেই পারছেন না স্বাস্থ্যকর্মীরা।

Saif ali khan stabbed: সইফ আলি খান অভিনীত বিক্রম বেদা ছবির একটি দৃশ্য।Saif ali khan stabbed: সইফ আলি খান অভিনীত বিক্রম বেদা ছবির একটি দৃশ্য।
Aajtak Bangla
  • মুম্বই,
  • 17 Jan 2025,
  • अपडेटेड 2:04 PM IST

Saif Ali Khan News: গুরুতর আহত-রক্তাক্ত অবস্থাতেও স্ট্রেচার নেননি সইফ আলি খান। তাঁর সহ্যশক্তি এবং সাহসে অবাক লীলাবতি হাসপাতালের চিকিৎসকরাও। শরীরে ৬ বার ছুরির গভীর আঘাতের পরও কারও এত মনের জোর! ভাবতেই পারছেন না স্বাস্থ্যকর্মীরা। শুক্রবার সাংবাদিক সম্মেলনে সেকথাই বললেন ডাক্তার নীতিন নারায়ণ ডাঙ্গে।

'Walked in like a Lion'

মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের ডাক্তার নীতিন নারায়ণ ডাঙ্গে সাংবাদিকদের বলেন, 'Walked in like a Lion'।তিনি জানান, সইফ হাসপাতালে এসেও স্ট্রেচার ব্যবহার করেননি। সরাসরি হেঁটে ঢোকেন। সঙ্গে সম্ভবত ছেলে তৈমুরও ছিল।

সইফের গলায় ও পিঠে ছুরির গভীর ক্ষত ছিল। মোট ৬ স্থানে আঘাত করেছিল আততায়ী। তার মধ্যে একটি মেরুদণ্ড থেকে মাত্র ২ মিমি দূরে। স্বাভাবিকভাবেই বেশ রক্তপাত হচ্ছিল। সাধারণত এমন পরিস্থিতিতে মানুষ ভয়, যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেলেন। কিন্তু সইফ গাড়ি থেকে নেমে নিজে হেঁটে চিকিৎসকদের কাছে যান। স্বাস্থ্যকর্মীরা অনেকেই বলছেন, 'পর্দায় হিরো হিসাবে ওঁকে দেখেছি। এখন তো দেখছি রিয়েল লাইফেও হিরো!'

আপাতত সুস্থ আছেন বলি অভিনেতা। আইসিইউ থেকে বের করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানালেন চিকিৎসকরা। তবে আপাতত তাঁকে একটি বিশেষ রুমে একেবারে আলাদা রাখা হয়েছে। সেখানে বাইরের লোককে বেশি আসতে দেওয়া হচ্ছে না। কারণ এহেন ক্ষত থেকে চট করে সেপটিক হওয়ার সম্ভাবনা থাকে। তাই সইফকে একেবারে পরিষ্কার পরিবেশে রাখতে হবে। যাতে কোনওভাবেই জীবাণুর সংক্রমণ না হয়। 

চিকিৎসকরা জানালেন, 'আমরা আজ তাঁকে হাঁটিয়েছি... কিন্তু সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। প্যারালাইসিসের কোনও ঝুঁকি নেই।' 

শিরদাঁড়ার মাত্র ২ মিলিমিটার দূর দিয়ে...

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, 'ছুরি আর মাত্র ২ মিলিমিটার গভীরে ঢুকলেই পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠত। তবে সৌভাগ্যক্রমে বড় কোনও ক্ষতি হয়নি।'

বৃহস্পতিবার ভোররাতে বান্দ্রা ওয়েস্টের অভিজাত এলাকায় সইফ আলি খানের অ্যাপার্টমেন্টে এই হামলার ঘটনা ঘটে। তাঁর গলাসহ ছয় জায়গায় আঘাত লাগে। 

সোশ্যাল মিডিয়ায় সইফ আলি খানের দ্রুত আরোগ্য কামনায় পোস্ট করছেন তাঁর ফ্যান-অনুরাগীরা। 'আপাতত উদ্বেগের কিছু নেই, সুস্থ হয়ে উঠবেন সইফ,' আশাবাদী চিকিৎসকরা।

Advertisement

Read more!
Advertisement
Advertisement