Advertisement

Saiyaara: কেউ হাউ হাউ করে কাঁদছেন, কেউ সিনেমা হলেই অজ্ঞান! দেশজুড়ে 'সাইয়ারা'-র উন্মাদনা

Ahaan Pandey And Anit Padda- Saiyaara: আহান পান্ড ও অনীত পাড্ডা অভিনীত মিউজিক্যাল রোম্যান্টিক ছবি 'সাইয়ারা'-র প্রশংসায় পঞ্চমুখ সকলে। দীর্ঘদিন ধরে এরকম প্রেমের গল্পের জন্য অপেক্ষায় ছিলেন সকলেই। এক কথায় বলা যায়, এই মুহূর্তে 'সাইয়ারা' জ্বরে কাবু সকলে।  

অনীত- আহানঅনীত- আহান
Aajtak Bangla
  • মুম্বই,
  • 23 Jul 2025,
  • अपडेटेड 4:52 PM IST

শিরোনামে 'সাইয়ারা'। মোহিত সুরি পরিচালিত এই ছবি বক্স অফিসে ঝড় তুলেছে। প্রথম চার দিনেই  ১০০ কোটি টাকারও বেশি আয় করেছে। আহান পান্ডে ও  অনীত পাড্ডা অভিনীত মিউজিক্যাল রোম্যান্টিক ছবি 'সাইয়ারা'-র প্রশংসায় পঞ্চমুখ সকলে। এর উন্মাদনা সারা ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে। 

দর্শকদের বহু ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে কেউ চোখের জল ফেলছে, আবার, আবার কেউ আইভি ড্রিপ নিয়ে ছবি দেখতে গিয়েছেন। বলাই বাহুল্য, দীর্ঘদিন ধরে এরকম প্রেমের গল্পের জন্য অপেক্ষায় ছিলেন সকলেই। এক কথায় বলা যায়, এই মুহূর্তে 'সাইয়ারা' জ্বরে কাবু সকলে।  

'সাইয়ারা' দেখে ফ্যানেদের চোখে জল 

আরও পড়ুন

নবাগত আহান ও নবাগতা আহানের জুটি দর্শকেরা পছন্দ করছে। যশরাজ ফিল্মসের ব্যানারে তৈরি এই ছবির আয়ের পরিসংখ্যান এবং দর্শকদের প্রতিক্রিয়া চলচ্চিত্র সমালোচকদেরও বাকরুদ্ধ করেছে। এটা স্পষ্ট যে অ্যাকশন, থ্রিলার এবং 'লার্জার দ্যান লাইভ' ছবির ভিড়ের মধ্যেও দর্শকেরা দীর্ঘদিন ধরে এরকম একটি প্রেমের ছবির অপেক্ষায় ছিলেন। 
 
দেশজুড়ে বিভিন্ন ধরণের ভিডিও আসছে। ছবি নিয়ে আলোচনা এতটাই তীব্র হয়েছে যে, প্রেক্ষাগৃহে ছবির গানের তালে মানুষ নাচছে, চোখের জল ফেলছে। এক সিনেমাপ্রেমীকে দেখা গিয়েছে, আইভি ড্রিপ চলাকালীন ছবিটি দেখতে গিয়েছেন। শুধু তাই নয়, এমন অনেক ভিডিও সামনে এসেছে, যেখানে ছবিটি দেখার পর দর্শক মানসিকভাবে ভেঙে পড়েছে।

 

একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে যাচ্ছে, এক মহিলা ছবি দেখার পর অজ্ঞান হয়ে পড়েছিল। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মহিলা মাটিতে পড়ে রয়েছেন, তাঁকে ঘিরে অনেকে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। এদিকে কয়েকজন অ্যাম্বুলেন্স ডাকতে তৎপর হয়েছে। ভিডিওটি শেয়ার করে নেটিজনরা বলছেন, 'এমন ছবি থেকে দূরে থাকা উচিত যা মনের উপর এতটা প্রভাব ফেলতে পারে।' 

 

এর আগে, আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে, একজন পুরুষ দর্শক হঠাৎ করে ছবিটি দেখার সময় চিৎকার করতে শুরু করে ও বুকে আঘাত করতে শুরু করে এবং তারপর অজ্ঞান হয়ে পড়ে যায়। এই ভিডিওটি কোন শহর বা থিয়েটারের তা নিশ্চিত করা যায়নি। তবে এই ঘটনাটি মানুষকে হতবাক করেছে। কারণ এত দ্রুত আবেগঘন প্রতিক্রিয়া এখন পর্যন্ত কেউ দেখেনি।

Advertisement

 

এই ভিডিওগুলি প্রমাণ করে যে নির্মাতারা কোনও ছবিতে যত টাকাই ব্যয় করুন না কেন, শুধু সেই ছবিটিই সফল হয় যা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। দর্শকদের ভালোবাসার চেয়ে বড় আর কিছু নেই। নবাগতরা থাকা সত্ত্বেও, ছবির মানের দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। 'সাইয়ারা'-র দারুণ গান, আহান-অনীতের গভীর প্রেমের গল্প এবং একঘেয়ে প্রচার কৌশল না করা, এই ছবিটিকে আরও বিশেষ করে তুলেছে।

 

Read more!
Advertisement
Advertisement