Advertisement

Shabana Azmi Javed Akhtar Viral: ৭৫ বছর পার শাবানার, বার্থডে পার্টিতে জাভেদ আখতারের সঙ্গে রোম্যান্টিক নাচ ভাইরাল

Bollywood Viral Video: শাবানা আজমি, তাঁর জীবনের ৭৫ বছর পার করলেন। স্বাভাবিকভাবেই জন্মদিন বিশেষভাবে উদযাপনের আয়োজন করা হয়েছিল। সামিল হয়েছিলেন বি-টাউনের তাবড় শিল্পীরা। একই ফ্রেমে এঁদের দেখে নস্টালজিয়ায় ভাসছেন নেটিজেনরা। 

শাবানা আজমি- জাভেদ আখতারশাবানা আজমি- জাভেদ আখতার
Aajtak Bangla
  • মুম্বই,
  • 19 Sep 2025,
  • अपडेटेड 10:34 AM IST

প্রবীণ প্রতিভাবান বলিউড অভিনেত্রীদের নামের তালিকার একেবারে শুরুর দিকে শাবানা আজমির নাম আসে। বৃহস্পতিবার, অভিনেত্রী তাঁর জীবনের ৭৫ বছর পার করলেন। স্বাভাবিকভাবেই জন্মদিন বিশেষভাবে উদযাপনের আয়োজন করা হয়েছিল। সামিল হয়েছিলেন বি-টাউনের তাবড় শিল্পীরা। একই ফ্রেমে এঁদের দেখে নস্টালজিয়ায় ভাসছেন নেটিজেনরা। 

নেটমাধ্যম জুড়ে ঘুরছে শাবানার বার্থডে পার্টির নানা মুহূর্ত। শেয়ার হওয়া মাত্রই মুহূর্তে তা ভাইরাল হচ্ছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, স্বামী জাভেদ আখতারের সঙ্গে রোম্যান্টিক নাচ করছেন 'বার্থডে গার্ল' শামানা। এই পারফরম্যান্সে মুগ্ধ উপস্থিত সকলে। মাধুরী দীক্ষিত, মনীশ মালহোত্রা, অনিল কাপুর,রেখা, ফারহা খান, উর্মিলা মাতন্ডকর, করণ জোহররা দম্পতিকে উৎসাহ দিচ্ছেন। দারুণ এই মুহূর্ত বারবার আসবে না। ফলে বেশিরভাগ অতিথি তাঁদের ফোনে মুহূর্তটি লেন্সবন্দি করেছিন। 

ফারহান আখতারও তাঁর ফোনে বাবা-মায়ের রোম্যান্টিক মুহূর্তটি ক্যামেরাবন্দি করছিলেন। ফারহা খান ভিডিওটি শেয়ার করে লিখেছেন, "ঈশ্বর তোমাদের দু'জনকেই চিরকাল তরুণ রাখুন।" নেটিজেনরা জাভেদ আখতার এবং শাবানা আজমিকে ভার্চুয়াল ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়েছেন।

আরও পড়ুন

 

 

শাবানার জন্মদিনের পার্টির আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে যাচ্ছে,  রেখা, মাধুরী, বিদ্যা বালান, উর্মিলার সঙ্গে জমিয়ে নাচছেন শাবানা। পিছনে শোনা যাচ্ছে, ছেলে ফারহানের ছবির গান 'সেনোরিটা'। বলিউড নায়িকার একসঙ্গে এভাবে নাচের দৃশ্য সত্যিই বিরল!স্বাভাবিক ভাবেই ভিডিওটি নেটমাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।

 

 

প্রসঙ্গত, পাঁচ দশকের বেশি সময় ধরে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে সকলের মনে জয় করে চলেছেন শাবানা আজমি। তাঁর মুকুটে রয়েছে জাতীয় পুরস্কার, পদ্মভূষণ, পদ্মশ্রীর মতো পালক। এছাড়াও ঝুলিতে রয়েছে আরও একগুচ্ছ পুরষ্কার, সম্মান।  
 

Read more!
Advertisement
Advertisement