Advertisement

Shabana Azmi - India Today Conclave 2025: 'ওটিটি-ই রাজা, এই বয়সে আমি মুখ্য চরিত্র পেয়েছি...,' যা বললেন শাবানা

India Today Conclave 2025:

ইন্ডিয়া টুডে কনক্লেভ-এর মঞ্চে শাবানা আজমিইন্ডিয়া টুডে কনক্লেভ-এর মঞ্চে শাবানা আজমি
Aajtak Bangla
  • মুম্বই,
  • 07 Mar 2025,
  • अपडेटेड 6:07 PM IST

ইন্ডিয়া টুডে কনক্লেভ (India Today Conclave) আবার ফিরল। ৭-৮ মার্চ রাজধানী দিল্লিতে কনক্লেভের আয়োজন। অর্থাত্‍ শুক্রবার ও শনিবার দুদিন চলবে মেগা ইভেন্ট। ইন্ডিয়া টুডে কনক্লেভ হল বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী কণ্ঠের একটি প্ল্যাটফর্ম, যা বৈশ্বিক চ্যালেঞ্জের পরিবর্তিত জোয়ারের মধ্যে ভারতের গতিশীল বিবর্তনকে প্রতিফলিত করে। একাধিক তাবড় ব্যক্তিত্ব এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে অংশ নেবেন। ইন্ডিয়া টুডে কলক্লেভের প্রথম দিনে হাজির হয়েছিলেন নেটফ্লিক্সের ওয়েব সিরিজ 'ডাব্বা কার্টেল'-র টিম। এদিন অভিনেত্রী শাবানা আজমি ও জ্যোতিকা ছাড়াও হাজির হয়েছেন প্রযোজক শিবানি আখতার। 

 

 

আরও পড়ুন

নারীকেন্দ্রিক সিরিজ 'ডাব্বা কার্টেল'-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাবানা। এই সিরিজে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, "আমার পুত্রবধূ জোর করে এই ওয়েব সিরিজে কাজ করতে বলেন।" মজা করে শাবানা বলেন, "শাশুড়ি তো, কী করতাম? আমায় 'ডাব্বা কার্টেল' সিরিজে কাজ করতেই হত। শিবানী আর আমি অনেক আলোচনা করি। যখন আমায় এই চরিত্রটি সম্পর্কে বলা হয়, আমি কাজটা করতে রাজি হই এবং খুব উত্তেজিত ছিলাম।" অভিনেত্রী যোগ করেন, "যুগ যুগ ধরে একটা ধারণা মানুষের মনের মধ্যে চলে আসছে যে, মহিলারাই মহিলাদের শত্রু। আমার মনে হয় 'ডাব্বা কার্টেল' সেই ভুল ধারণা ভেঙে দিয়েছে।"

 

ওটিটি-তে কাজ প্রসঙ্গে শাবানা আজমি বলেন, "ওটিটি, অভিনেতাদের জন্য অনেক দরজা খুলে দিয়েছে। এই প্ল্যাটফর্মটি আবারও প্রমাণ করেছে যে, গল্প বা বিষয়বস্তুই আসল রাজা। ওটিটিতে বক্স অফিসের চাপ নেই। যে কোন সময়, যে কোন জায়গায় দেখা যায়। বড় পর্দায় একটা ভয় থাকত, এক সপ্তাহের পর হয়তো ছবিটা নাও চলতে পারে। তবে ওটিটি-র ক্ষেত্রে সেই ভয়টা নেই। এখন নির্মাতা- পরিচালকেরা ওয়েব সিরিজ বানাতে এই জন্যে সাহস পাচ্ছেন।" 

তিনি যোগ করেন, "২০ বছর আগেও কোনও মহিলা অভিনেত্রী ভাবতেও পারত না, সে নারীকেন্দ্রিক কোন কাজে কেন্দ্রীয় চরিত্রে কাজ করবে। আমার বয়সী অভিনেত্রীদের জন্য এই মাধ্যম খুব সুবিধাজনক। আমরা এমন অনেক চরিত্র পাচ্ছি, যা আমরা অভিনয় করতে পারিনি আগে। এতে আমরা নতুন প্রতিভা দেখতে পাচ্ছি।" 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement