Advertisement

SRK on Pahelgam Terror Attack: পহেলগাঁও হামলার নিন্দায় সরব শাহরুখ, 'একজোট' হওয়ার আবেদন SRK-র

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় সরব হলেন শাহরুখ খান। বুধবার এক্স হ্যান্ডলে বলিউড বাদশা লিখেছেন, 'পহেলগাঁওয়ে যে অমানবিক এবং বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটেছে, তাতে দুঃখ ও রাগের বহিপ্রকাশ বর্ণনা করার মতো কোনও শব্দ খুঁজে পাচ্ছি না।' একইসঙ্গে শাহরুখ লিখেছেন যে, দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। এই জঘন্য ঘটনার ন্যায়বিচারের দাবিও জানিয়েছেন বলিপাড়ার সুপারস্টার। 

শাহরুখ খান।শাহরুখ খান।
Aajtak Bangla
  • মুম্বই,
  • 23 Apr 2025,
  • अपडेटेड 3:30 PM IST
  • পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় সরব হলেন শাহরুখ খান।
  • শাহরুখ লিখেছেন যে, দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।
  • এই জঘন্য ঘটনার যাতে ন্যায়বিচারের দাবিও জানিয়েছেন বলিপাড়ার সুপারস্টার। 

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় সরব হলেন শাহরুখ খান। বুধবার এক্স হ্যান্ডলে বলিউড বাদশা লিখেছেন, 'পহেলগাঁওয়ে যে অমানবিক এবং বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটেছে, তাতে দুঃখ ও রাগের বহিপ্রকাশ বর্ণনা করার মতো কোনও শব্দ খুঁজে পাচ্ছি না।' একইসঙ্গে শাহরুখ লিখেছেন যে, দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। এই জঘন্য ঘটনার ন্যায়বিচারের দাবিও জানিয়েছেন বলিপাড়ার সুপারস্টার। 

ঠিক কী লিখেছেন শাহরুখ?

এক্স হ্যান্ডলে শাহরুখ লিখেছেন, 'পহেলগাঁওয়ে যে অমানবিক এবং বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটেছে, তাতে দুঃখ ও রাগের বহিপ্রকাশ বর্ণনা করার মতো কোনও শব্দ খুঁজে পাচ্ছি না। এই সময়ে কেউ শুধুমাত্র ঈশ্বরেরই শরণাপন্ন হতে পারে এবং সেই পরিবারগুলির জন্য প্রার্থনা করতে পারি, যাঁরা ভুগেছেন। আমার গভীর সমবেদনা রইল। আমরা একটা দেশ হিসাবে যেন ঐক্যবদ্ধ, শক্তিশালী হয়ে এই জঘন্য কাজের ন্যায়বিচার করতে পারি।'

মঙ্গলবার দুপুরে অন্যতম দর্শনীয় স্থান পহেলগাঁওয়ের বৈসরণে পর্যটকদের উপর এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। হামলায় ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিহতদের মধ্যে ৩ জন বাঙালি পর্যটক। জখম হয়েছেন আরও অনেকে। পুলওয়ামার হামলার পর ভূস্বর্গে এত বড় মাপের জঙ্গি হামলা হল। পর্যটকে ঠাসা কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে। 

হামলার দায় নিয়েছে লস্কর-এ-তইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্স। জানা গিয়েছে, ভারতীয় সেনা-পুলিশের পোশাক পরে জঙ্গিরা হামলা চালায়। হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে গতরাতেই কাশ্মীরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার নিহতদের পরিজনদের সঙ্গে দেখা করেন শাহ। সন্ত্রাসবাদের কাছে ভারত মাথা নোয়াবে না বলে বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদি সফর কাটছাঁট করে ভারতে ফিরেছেন প্রধানমন্ত্রী। 
 

Read more!
Advertisement
Advertisement