লকডাউনে মানুষ অভিনেতা সোনু সুদকে সম্পূর্ণ নতুনভাবে চিনেছে। তিনি হয়ে উঠেছেন সকলের কাছের। সোশ্যাল মিডিয়ায় তাঁর করা প্রতিটি পোস্ট ভাইরাল হয়। অসহায়তা কিংবা সমস্যার কথা জেনেই তৎপর হয়ে মানুষের সাহায্য করেন অভিনেতা।
আবারো ত্রাতার ভূমিকায় দেখা গেল সোনু সুদকে। এবারে বদলে দিলেন এক অটোচালকের জীবন।দুর্ঘটনায় আহত হয়ে অস্ত্রোপচারের প্রয়োজন হয় এক অটোচালকের। অর্থের অভাবে তিনি তা করতে সক্ষম নয়। এমন পরিস্থিতিতে তার হাত কাঁটা যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখে আর দেরি করলেন না সোনু। আহত ড্রাইভারের দিকে বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। অসহায় ড্রাইভারের উদ্দেশ্যে সোনু টুইট করেছেন, "কিভাবে হাত কাঁটতে দেবে ভাই?আপনার অস্ত্রোপচার আগামী ১২ অক্টোবর হবে। আপনার অটোতে কখনো ঘোরাবেন আমায়। "
শুধু তাই নয় ঝাড়খন্ডের ধানবাদ গ্রামে ৫০ জন মহিলাকে চাকরি দিয়ে সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সোনু সুদ। ওই গ্রামের এক বাসিন্দা সোনামূণি রাজ ট্যুইট করে সাহায্য চায় অভিনেতার কাছে। সোনামূণি লেখেন, "লকডাউনের ফলে আমাদের গ্রামের ৫০ জন মহিলা বেকার হয়ে গিয়েছে। আমাদের সকলের চাকরির খুব প্রয়োজন। দয়া করে আমাদের সাহায্য করুন। আপনি আমাদের শেষ ভরসা"। তাঁকে সোনু পাল্টা ট্যুইট করে লেখেন, "আমার এই ৫০ জন বোন, যাদের চাকরি চলে গিয়েছে, কথা দিলাম এক সপ্তাহের মধ্যে তাদের জন্য ভালো চাকরির ব্যবস্থা করব।"
আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো, পড়াশোনায় সাহায্য করা, কখনো দরিদ্রদের ঘর দেওয়া আবার কখনো চাষির প্রয়োজনে ট্র্যাক্টর কিনে দেওয়া, ইত্যাদি তাঁর নানা মানবিক রূপ বিগত কয়েক দিনে সকলে দেখেছেন। পর্দায় মূলত খলনায়কের ভূমিকায় অভিনয় করলেও রিয়েল লাইফে বর্তমানে দেশবাসীর সুপার হিরো সোনু সুদ।