Sooraj Barjatiya Replace Salman Khan: পরিচালক সুরজ বরজাতিয়ার পারিবারিক ছবিগুলিতে আইকনিক চরিত্র 'প্রেম'। আর এই চরিত্রে গত কয়েক দশক ধরে এক এবং একমেবোদ্বিতীয়ম সলমান খান অভিনয় করে আসছেন। তবে সলমানের খানের বয়স হয়েছে। তাই তরুণ প্রেমের চরিত্রে হয়তো তিনি আর পরিচালকের পছন্দের তালিকায় থাকছেন না। পরিচালক সুরজ বরজাতিয়া তাঁর আগামী ছবির কথা বলতে গিয়ে নিশ্চিত করেছেন যে, সলমান খানের জায়গায় তিনি নতুন এক অভিনেতাকে পেয়েছেন, যিনি তাঁর ছবিতে ‘প্রেম’ হবেন।
ফিল্মমেকার সুরজ বরজাতিয়া নব্বইয়ের দশক থেকে তাঁর ছবির মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করে আসছেন। তাঁর প্রায় সব ছবিতেই নায়ক হিসেবে সালমানের চরিত্র ‘প্রেম’ ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। কিন্তু এবার সুরজ তাঁর নতুন ছবিতে এক নতুন ‘প্রেম’-কে পরিচয় করিয়ে দিতে চলেছেন। তিনি বলেছেন, আয়ুষ্মান খুরানা তাঁর আসন্ন ছবিতে ‘প্রেম’ হবেন।
নতুন ছবির গল্প কী?
এক সাক্ষাৎকারে সুরজ বড়জাত্যা তাঁর আসন্ন ছবির কথা খোলাখুলি বলেছেন। তিনি বলেন, “আমরা মুম্বইতে আমাদের ছবির শুটিং করছি। এর গল্প মুম্বইয়ে সেট করা হয়েছে। আয়ুষ্মান একজন অসাধারণ এবং পরিশ্রমী অভিনেতা। আসল কথা হলো সঠিক গল্প বলা এবং তা বাস্তবের মতো দেখানোর জন্য সঠিক শিল্পী বেছে নেওয়া। এর বাইরে, আমাদের কাস্টে আরও অনেকেই আছেন, যেমন আমার প্রায় সব ছবিতেই হয়। প্রতিবার শুটিং শুরু করার আগে আমার ভয় লাগে। এটা শুরু হয়েছিল যখন আমি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ বানিয়েছিলাম, এখনও একই রকম।”
সুরজ বরজাতিয়া কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী?
সুরজ বরজাতিয়া আরও বলেছেন, তাঁর কাছে ছবির বক্স অফিস কালেকশনের চেয়ে গুরুত্বপূর্ণ হলো গল্প এবং দৃশ্য, যার মাধ্যমে তিনি দর্শকের সঙ্গে সংযোগ স্থাপন করতে চান। পরিচালক বলেছেন, “একজন প্রযোজকের দৃষ্টিভঙ্গি থেকে এটি গুরুত্বপূর্ণ নয় যে ছবি বক্স অফিসে কত উপার্জন করল, বরং গুরুত্বপূর্ণ হলো আপনি সেই ভাবনা বা দৃশ্যের সঙ্গে যুক্ত হতে পারলেন কি না। আমার জন্য, সেটা ছবি হোক বা শো, সবাই যেন মনে করে আমি যে সিনেমা বানাচ্ছি তা সত্যি, যেন নকল না লাগে। সবাই যেন মনে করে এটাই আমার বাড়ি। এটাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি যা জানি সেটাই বানাতে চাই। সব ধরনের ছবি বানানো জরুরি, কিন্তু পারিবারিক ছবি বানানো সবচেয়ে জরুরি।”
আয়ুষ্মান খুরানার প্রজেক্ট
আয়ুষ্মান খুরানা শিগগিরই ম্যাডক ফিল্মসের ‘হরর ইউনিভার্স’-এর ছবি থামা-তে দেখা দেবেন, যা দীপাবলির সময় মুক্তি পাবে। ছবিতে রশ্মিকা মন্দানা, পরেশ রাওয়াল, নওয়াজউদ্দিন সিদ্দিকীর মতো অভিনেতারা থাকবেন। অন্যদিকে বরুণ ধাওয়ানও ছবিতে ক্যামিও করবেন।