Advertisement

Sulakshana Pandit: প্রয়াত হলেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী-গায়িকা সুলক্ষণা পণ্ডিত, বয়স হয়েছিল ৭১

Sulakshana Pandit: সুলক্ষণা ছিলেন অভিনেত্রী বিজেতা পণ্ডিত ও সংগীত পরিচালক জুটি যতীন-ললিতের বোন। পরিবারের পক্ষ থেকে তাঁর ভাই ললিত পণ্ডিত জানিয়েছেন, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুলক্ষণার। আগামী ৭ নভেম্বর দুপুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

সুলক্ষণা পণ্ডিতসুলক্ষণা পণ্ডিত
Aajtak Bangla
  • মুম্বই,
  • 07 Nov 2025,
  • अपडेटेड 12:35 AM IST

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা সুলক্ষণা পণ্ডিত আর নেই। ৭১ বছর বয়সে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত ও চলচ্চিত্র জগতে।

সুলক্ষণা ছিলেন অভিনেত্রী বিজেতা পণ্ডিত ও সংগীত পরিচালক জুটি যতীন-ললিতের বোন। পরিবারের পক্ষ থেকে তাঁর ভাই ললিত পণ্ডিত জানিয়েছেন, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুলক্ষণার। আগামী ৭ নভেম্বর দুপুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৫৪ সালে জন্ম সুলক্ষণার। সঙ্গীতময় পরিবারেই বড় হওয়া এই শিল্পীর কাকা ছিলেন কিংবদন্তি শাস্ত্রীয় গায়ক পণ্ডিত যশরাজ। তিন বোন ও তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন অন্যতম প্রতিভাবান। মাত্র নয় বছর বয়সেই তিনি গানের তালিম নিতে শুরু করেন এবং ১৯৬৭ সালে প্রথমবার প্লেব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন।

আরও পড়ুন

১৯৭৫ সালে ‘সংকল্প’ ছবির জনপ্রিয় গান ‘তু হি সাগর হ্যায় তু হি কিনারা’ গেয়ে ফিল্মফেয়ার সেরা নারী গায়িকার পুরস্কার পান সুলক্ষণা। তাঁর মিষ্টি কণ্ঠ ও গভীর আবেগ শ্রোতাদের মনে স্থায়ী ছাপ ফেলে যায়।

শুধু গান নয়, অভিনয়েও নিজের প্রতিভা দেখিয়েছিলেন তিনি। ১৯৭০ ও ৮০-র দশকে ‘উলঝন’, ‘সংকোচ’, ‘আপনাপন’ এবং ‘হেরা ফেরি’-র মতো একাধিক ছবিতে অভিনয় করেন সুলক্ষণা। তবে জীবনের শেষদিকে তিনি নানা মানসিক ও আর্থিক সমস্যার মুখোমুখি হন।

সারা জীবন অবিবাহিত ছিলেন সুলক্ষণা পণ্ডিত। অভিনেতা সঞ্জীব কুমারের সঙ্গে তাঁর এক অনুচ্চারিত সম্পর্কের কথা বলিউড মহলে বহুবার আলোচনায় এসেছে। আশ্চর্যজনকভাবে, ৬ নভেম্বরই ছিল সঞ্জীব কুমারের মৃত্যুর দিন, সেই দিনেই চলে গেলেন সুলক্ষণাও।

শেষ জীবনে স্বাস্থ্যগত সমস্যার পাশাপাশি আর্থিক কষ্টেও ভুগছিলেন তিনি। তবু সঙ্গীত ও সিনেমা জগতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর সুরেলা কণ্ঠ ও অভিনয় আজও শ্রোতা-দর্শকদের হৃদয়ে অমর।

 

Read more!
Advertisement
Advertisement