কেএল রাহুল (KL Rahul) এবং আথিয়া শেঠির (Athiya Shetty) বিয়ের জন্য যারা অপেক্ষা করছেন তাঁদের জন্য সুখবর রয়েছে। শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন আথিয়া ও রাহুল। আর কেউ নয়, সুনীল শেঠি (Sunil Shetty) নিজেই এ কথা বলেছেন। আসুন জেনে নেওয়া যাক কবে বিয়ে করছেন আথিয়া ও কেএল রাহুল। আজকাল সুনীল শেঠি তাঁর আসন্ন সিরিজ ধারাভি ব্যাঙ্ক নিয়ে আলোচনায় রয়েছেন। পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে আথিয়া এবং কেএল রাহুলের বিয়ে নিয়ে কথা বলেছেন সুনীল শেঠি। যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেএল রাহুল এবং আথিয়ার বিয়ে কবে হবে? তখন তিনি উত্তর দিয়েছিলেন যে লাভ বার্ড কেএল রাহুল এবং আথিয়ার বিয়েতে আর দেরি নেই।
এটিই প্রথম নয় যে সুনীল শেঠি আথিয়া এবং কেএল রাহুলের বিয়েকে অনুমোদন করেছেন। এর আগে বছরের শুরুতে দু'জনের বিয়ে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি। সুনীল শেঠিকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন যে বাচ্চারা সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গেই আমি চিন্তা করি। এশিয়া কাপ, বিশ্বকাপ, সাউথ আফ্রিকা ট্যুর, অস্ট্রেলিয়া ট্যুর, বাচ্চারা অবসর সময় পেলেই বিয়ে করবে। বিয়ে একদিনে হতে পারে না। ছেলেমেয়েরা বিরতি নিলেই বিয়ে হবে।
আথিয়া শেঠি এবং কেএল রাহুল গত বছর তাঁদের সম্পর্ককে আনুষ্ঠানিক করে তোলেন। ভাই আহান শেঠির প্রথম ছবি 'টাডাপ'-এর প্রিমিয়ারে কেএল রাহুলের সঙ্গে এন্ট্রি নিয়েছিলেন আথিয়ার। প্রিমিয়ারে দু'জনকে একসঙ্গে দেখেই রিলেশনের কথা জানা যায়। এর পর থেকেই এই জুটির বিয়ের খবর বাতাসে উড়তে থাকে।