প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন লাখো মানুষের মন জয় করেছেন শুধুমাত্র তাঁর ব্যক্তিত্ব দিয়ে। বলিউডকে বহু বছর আগেই বিদায় জানিয়ে ছিলেন তিনি তবে তিনি কামব্যাক করেন আরিয়া সিরিজের মাধ্যমে। এই সিরিজে তাঁর অভিনয় প্রশংসা পায়। প্রথম দুই সিজনের সফলতার পর এবার আসতে চলেছে আরিয়া পার্ট থ্রি। এবারে এই সিরিজে আরও বেশি থ্রিলার, একাধিক টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে বলে মনে করা হচ্ছে। সুস্মিতা টুইটারে একটি ভিডিও শেয়ার করে ইঙ্গিত দিয়েছেন যে এই সিরিজের শ্যুটিং শুরু হয়ে গিয়েছে।
আরিয়া থ্রি টিজার ভিডিও
আরিয়া থ্রি টিজার ভিডিওতে দেখা গিয়েছে, চোখে কালো রোদ চশমা, হাতে চুরুট, সুইমিং পুলের ধারে টেবিল চেয়ারে বসে রয়েছেন এক রহস্যময়ী। তিনি কে বলতে পারবেন? তিনি আর কেউ নন সুস্মিতা সেন। আরিয়া থ্রি-এর মাধ্যমে তিনি ফিরতে চলেছেন। টিজারে দেখা গিয়েছে, পিস্তলে গুলি ভরছেন সুস্মিতা সেন। টানটান উত্তেজনার মধ্যে সেনসেশনাল মিউজিক আলাদা আবহ তৈরি করেছে।
আরিয়া থ্রি-তে আরও অ্যাকশন রয়েছে
প্রাক্তন বিশ্বসুন্দরী আরিয়াতে নামভূমিকায় অভিনয় করছেন। আগের দুটি সিজনের মতই আরিয়া থ্রি ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং হবে। সোমবার সুস্মিতা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে এই টিজার পোস্ট করে জানিয়েছেন যে শুটিং শুরু হয়ে গিয়েছে। ক্যাপশনে অভিনেত্রী লিখলেন, “আবার সে ফিরছে, সে মানেই অ্যাকশন। শুটিং চলছে। আসছে ‘আরিয়া ৩’...।” এর আগে আরিয়ার নতুন সিজন নিয়ে কথা বলার সময় সুস্মিতা সেন বলেছিলেন, আরিয়া সরীনের জন্য এটি একটি নতুন ভোর এবং এই সিরিজে তিনি আরও সাহসী। সিজন থ্রি তে আরিয়া তাঁর অতীতের সব বাধা থেকে মুক্ত হয়ে নিজের গল্প শুরু করছে। এটা আসলে পুরনো জিন্স পরেই আরিয়ার নতুন সফল শুরু।দর্শক যে ভাবে পাশে থেকেছেন, যত ভালবাসা দিয়েছেন তার দাম আমি দিতে চাই।
আরও পড়ুন: Susmita Sen Luxury Car: সুস্মিতা সেন কিনলেন এই চোখ ধাঁধানো গাড়ি, দাম ২ কোটি; দেখুন
বড়পর্দাতেও ফিরছেন সুস্মিতা সেন
প্রসঙ্গত, ২০২০ সালে আরিয়া ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটিতে পদার্পণ করেন সুস্মিতা সেন। বড়পর্দায় শেষ কাজের বহু বছর পর সুস্মিতার প্রত্যাবর্তন হয়। এই সিরিজ়ে মূল চরিত্রে তিনি। এক জন শক্তিশালী নারী, যে তার পরিবারকে রক্ষা করতে যে কোনও অপরাধের মোকাবিলা করার ক্ষমতা রাখে। সিকান্দার খেরও রয়েছেন সিরিজের এক গুরুত্বপূর্ণ চরিত্রে। বড়পর্দাতেও বহু বছর পর ফিরতে চলেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। খুব শীঘ্রই তালি সিনেমায় ৪৭ বছরের অভিনেত্রীকে দেখা যাবে এক রূপান্তরকামী মহিলার চরিত্রে অভিনয় করতে।