স্বরা ভাস্করের X (সাবেক টুইটার) অ্যাকাউন্ট চিরতরে সাসপেন্ড করা হয়েছে। মহাত্মা গান্ধী নিয়ে পোস্ট করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এই তথ্য নিজেই স্বরা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, X থেকে তাকে কপিরাইট লঙ্ঘনের বার্তা পাঠানো হয়েছিল, যার পর তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনায় স্বরা অত্যন্ত ক্ষুব্ধ ও হতাশ।
স্বরা তার ইনস্টাগ্রামে জানিয়েছেন যে, ১৩ জানুয়ারি ও ২৬ জানুয়ারির দুটি পোস্টের জন্য তাকে কপিরাইট লঙ্ঘনের নোটিশ পাঠানো হয়। তিনি X-এর সেই বার্তাগুলোর স্ক্রিনশটও শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, "আপনি যা খুশি তাই বলতে পারবেন না। প্রিয় X, আমার দুটি টুইটের দুটি ছবি কপিরাইট লঙ্ঘন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমি আমার অ্যাকাউন্ট খুলতে পারছি না, এবং আপনার টিম এটিকে স্থায়ীভাবে সাসপেন্ড করেছে।"
স্বরা আরও লিখেছেন, "প্রথম ছবিটি কমলা রঙের ব্যাকগ্রাউন্ডের, যেখানে দেবনাগরী হরফে লেখা— 'গান্ধী, আমরা লজ্জিত, তোমার হত্যাকারীরা এখনো জীবিত'। এটি ভারতের প্রগতিশীল আন্দোলনের একটি জনপ্রিয় স্লোগান, এবং এখানে কপিরাইট লঙ্ঘনের কোনো প্রশ্নই ওঠে না। দ্বিতীয় ছবিটি আমার নিজের সন্তানের, যেখানে তার মুখ ঢাকা, আর সে ভারতীয় পতাকা নাড়াচ্ছে। তার সঙ্গে লেখা 'শুভ প্রজাতন্ত্র দিবস'। এতে কপিরাইট লঙ্ঘন কোথায়? আমার সন্তানের উপর কপিরাইট কার?"
স্বরা ভাস্কর ক্ষোভ প্রকাশ করে বলেন, "এই অভিযোগ দুটি আইনের কোনো যৌক্তিক সংজ্ঞার আওতায় পড়ে না। যদি আমার পোস্টগুলো গণহারে রিপোর্ট করা হয়ে থাকে, তাহলে এটি আমাকে হেনস্থা করার একটি উদ্দেশ্যপ্রণোদিত চেষ্টা। এটি আমার মতপ্রকাশের স্বাধীনতাকে দমন করার কৌশল। অনুগ্রহ করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। ধন্যবাদ, স্বরা ভাস্কর।"
স্বরা ভাস্কর সবসময়ই স্পষ্টবাদী হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে আসছেন এবং বহু আন্দোলন-প্রতিবাদে সামিল হয়েছেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তিনি সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। এই ঘটনায় তার সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং মনে করছেন, এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।