Advertisement

The Bengal Files : 'দ্য বেঙ্গল ফাইলস' নিয়ে সব জানতেন শাশ্বত, TMC-র চাপে এখন পিঠ বাঁচাচ্ছেন : বিবেক

'দ্য বেঙ্গল ফাইলস'-এর নাম বিতর্কে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে আক্রমণ করলেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাঁর দাবি, ট্রেলার লঞ্চের পর তা নিয়ে বিতর্ক হওয়ায় এখন নিজের পিঠ বাঁচাচ্ছেন অভিনেতা।

Vivek Agnihotri,Saswata ChatterjeeVivek Agnihotri,Saswata Chatterjee
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 18 Aug 2025,
  • अपडेटेड 6:19 PM IST
  • 'দ্য বেঙ্গল ফাইলস'-এর নাম বিতর্কে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে আক্রমণ করলেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী
  • তাঁর দাবি, ট্রেলার লঞ্চের পর তা নিয়ে বিতর্ক হওয়ায় এখন নিজের পিঠ বাঁচাচ্ছেন অভিনেতা।

'দ্য বেঙ্গল ফাইলস'-এর নাম বিতর্কে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে এবার পাল্টা দিলেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাঁর দাবি, ট্রেলার লঞ্চের পর তা নিয়ে বিতর্ক হওয়ায় এখন নিজের পিঠ বাঁচাচ্ছেন অভিনেতা। IndiaToday.in-কে 'দা কাশ্মীর ফাইলসের' পরিচালক বলেন, 'পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত দল তৃণমূল কংগ্রেস শাশ্বতকে দিয়ে যা বলাচ্ছে, তিনি এখন তাই বলছেন।' 

শাশ্বত চট্টোপাধ্যায় 'দ্য বেঙ্গল ফাইলসে' ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন। তবে পশ্চিমবঙ্গে ট্রেলার লঞ্চ নিয়ে বিতর্ক হয়। তারপরই শাশ্বত অভিযোগ করেন, 'কীভাবে সিনেমাটির নাম দ্য দিল্লি ফাইলস থেকে বেঙ্গল ফাইলস হয়ে গেল তা আমার জানা নেই।' অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, না জেনেই তিনি কাজ করেছেন। তাঁর এই অভিযোগ প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে যায়। তা নিয়েই মুখ খোলেন বিবেক। 

শাশ্বত চট্টোপাধ্যায় মিথ্যে বলছেন এই অভিযোগ করে তার স্বপক্ষে যুক্তি দিয়ে পরিচালক বিবেক বলেন, 'শাশ্বত এই সিনেমায় কলকাতার এক প্রাক্তন বিধায়কের চরিত্রে অভিনয় করেছেন। শাশ্বত একজন বাঙালির চরিত্রে অভিনয় করছেন। ছবিতে দেখা যাবে তিনি মুর্শিদাবাদের বিধায়ক। গোটা ছবিটা বাংলা কেন্দ্রীক। বাংলার অভিনেতারা কাজ করেছেন। এখন তিনি যদি এসব বলেন তাহলে তো কিছু করার নেই।' 

শাশ্বতর নাম পরিবর্তনের অভিযোগ নিয়ে বিবেকের দাবি, নাম যে বদলানো হবে সেই সিদ্ধান্ত বহু আগের। গত মাসে দিল্লিতে এই সিনেমা চালানোও হয়েছিল। সব অভিনেতাকে সিনেমার পোস্টার পাঠানো হয়েছিল। সবাই সবটা জানতেন। অভিনেতারা সেই সময় পোস্টারের প্রশংসাও করেছিলেন। 

অগ্নিহোত্রীর আরও সংযোজন, 'শাশ্বতর বক্তব্য নিয়ে আমার কিছু বলার নেই। তিনি আমার সহকর্মী, দেশের একজন অন্যতম অভিনেতা। ছবিতে তিনি যা কাদ করেছেন তা অসাধারণ। হয়তো এই সিনেমার জন্য উনি জাতীয় পুরস্কারও পেতে পারেন। তবে বাংলার সরকার যা বলছে, তাই তিনি বলতে বাধ্য হচ্ছেন।' 

ট্রেলার লঞ্চের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে 'দ্য বেঙ্গল ফাইলস'। শাশ্বত ছাড়াও অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমারের মতো অভিনেতাদের দেখা যাবে। ছবিটি হলে মুক্তি পাবে ৫ সেপ্টেম্বর। 
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement