আলোচনায় থাকেন উরফি জাভেদ। তাঁর যে কোনও পোস্ট মুহূর্তে ভাইরাল হয়। উরফি জাবেদকে চেনেন না, এরকম নেটিজেন খুব কমই আছেন বোধ হয়। উরফি মানেই নিত্যনতুন চমক। তাঁর ফ্যানেদের সংখ্যাও বিপুল। ছোট পর্দার মাধ্যমেই বিনোদন জগতে পা রাখেন। উরফি মানেই নিত্যনতুন চমক। ফের চর্চায় উরফি। এবারে শিরোনামে শুধু তিনি নন, তাঁর সঙ্গীও আলোচনায়।
তারকাদের নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তার মধ্যে নায়িকাদের জীবনে কখন কী ঘটছে, তা নিয়ে সকলের মধ্যে থাকে বাড়তি কৌতূহল। বিশেষত তারকাদের ব্যক্তিগত জীবন অনেকের নজর থাকে। বহু মানুষ জানতে চান তাদের পছন্দের নায়িকা কার সঙ্গে প্রেম করছেন। নেট মাধ্যমে প্রাপ্ত তথ্যও ভুল হয় অনেক সময়। তবে এবার জানা গেল উরফি জাভেদের মনের মানুষ কে।
কিছুদিন আগেই উরফি জানিয়েছিলেন, প্রেম করছেন তিনি। প্রেমিক দিল্লির বাসিন্দা। তবে তিনি একেবারেই বিপরীত অভিনেত্রীর থেকে। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন। সম্প্রতি উরফি একটি ছবি শেয়ার করেছেন। ইনস্টা স্টোরিতে সেই সঙ্গে তিনি লেখেন, 'আমি আমার প্রেমিককে খুব মিস করছি।' ছবিটিতে কৌস ত্রিবেদী নামে এক ব্যক্তিকে ট্যাগ করেছেন অভিনেত্রী।
যদিও নেটমাধ্যমে কৌসের বিষয়ে বিশেষ কোনও তথ্য নেই। এমনকী, যেখানে 'সোশ্যাল মিডিয়া ক্যুইন' উরফির ফলোয়ার্স সংখ্যা প্রায় ৫.৩ মিলিয়ন, সেখানে তাঁর প্রেমিকের ফলোয়ার্স মাত্র ২৩০০ মতো। ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলে বোঝা যায় যে, ভারতের তুলনায় বিদেশে বেশি সময় কাটান কৌস। তিনি তাঁর ইনস্টা বায়োতে লিখেছেন- 'আমি বিখ্যাত নই, কিন্তু মানুষ আমাকে অবশ্যই চেনে।'
প্রসঙ্গত, নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য প্রায়ই চর্চায় থাকেন উরফি জাভেদ। প্রতিবার নয়া স্টাইল স্টেটমেন্টে সকলের নজর কাড়েন তিনি। কখনও অনাবৃত ঊর্ধ্বাঙ্গ, তো কখনও উদ্ভট পোশাক, এভাবেই বারবার সংবাদের শিরোনামে আসেন বলিউড অভিনেত্রী। এমনকী প্রপসের তালিকায় রয়েছে ঘড়ি, ব্লেড, কাঁচ, ব্যান্ডেজ, সফট টয়েজ, পেরেক থেকে শুরু করে আরও রকমারি জিনিস।