Advertisement

Viral Monalisa Bhosle Age: মহাকুম্ভের ভাইরাল গার্ল মোনালিসার বয়স কত? ডেবিউ ছবির পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন পরিচালক

Maha Kumbh Viral Monalisa Bhosle Age: নেটমাধ্যম খুললেই নজরে আসে তাঁর ছবি, ভিডিও। রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন মোনালিসা। তাঁর চোখ- সৌন্দর্যর প্রেমে পাগল নেটমাধ্যম থেকে কুম্ভে আগত লক্ষ লক্ষ পুণ্যার্থী। 

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Feb 2025,
  • अपडेटेड 10:57 AM IST

'তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ....কৃষ্ণকলি আমি তারেই বলি', রবীন্দ্রনাথ ঠাকুরের এই লেখা এই মুহূর্তে যার জন্যে সবচেয়ে উপযুক্ত, তিনি হলেন মহাকুম্ভের ভাইরাল গার্ল মোনালিসা ভোসলে। নেটমাধ্যম খুললেই নজরে আসে তাঁর ছবি, ভিডিও। রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন মোনালিসা। তাঁর চোখ- সৌন্দর্যর প্রেমে পাগল নেটমাধ্যম থেকে কুম্ভে আগত লক্ষ লক্ষ পুণ্যার্থী। 

মোনালিসার খ্য়াতি এতটাই বাড়ে, তাঁর মেকওভার করেন আরও এক সমাজমাধ্যম প্রভাবশালী। সময়টা খুব ভাল যাচ্ছে প্রয়াগরাজ থেকে লাইমলাইটে আসা মোনালিসার। মহাকুম্ভ থেকে তাঁর ভাগ্য বদলে গেছে। মালা বিক্রেটা থেকে হঠাৎ তারকা হয়ে উঠেছেন তিনি। বলিউডে ডেবিউ করতে চলেছেন মোনালিসা ভোসলে। খুব শীঘ্রই অভিনয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। লেখক-পরিচালক সনোজ মিশ্র তাঁকে 'ডায়েরি অফ মণিপুর' ছবিতে চুক্তিবদ্ধ করেছেন। মণিপুরে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনার উপর ভিত্তি করে নির্মিত এই ছবিটিতে মোনালিসাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

অভিনয়ের প্রশিক্ষণ নিতে শুরু করেছেন মোনালিসা। তাঁর বিরাট রূপান্তরও ঘটেছে। ইন্টারনেটে তাঁকে নিয়ে রয়েছে বহু জল্পনা এবং কৌতূহল। তিনি কোথায় থাকছেন? কে আছে সঙ্গে? প্রথম ছবির জন্য কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন? ছবির বাজেট কত? মোনালিসার বয়স কত? ইত্যাদি নানা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সকলের মনে। 

আরও পড়ুন

 

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সনোজ মিশ্র জানিয়েছেন, মোনালিসা ইন্দোরে একটি বাংলোতে থাকেন। সেখানে তাঁর পরিবারও তাঁর সঙ্গে রয়েছে। সনোজের টিম চার সদস্যও সেখানে উপস্থিত রয়েছেন। তাঁরা মোনালিসাকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং অভিনয় শেখাচ্ছেন। 'ভাইরাল গার্লের' ভাষা, কথাবার্তা নিয়েও কাজ করছেন তাঁরা।

মোনালিসার পারিশ্রমিক ও বয়সও প্রকাশ করেছেন সনোজ। তিনি বলেছিলেন যে তাঁকে ২১ লক্ষ টাকা দেওয়া হবে। শুধু তাই নয়, তাঁর রূপান্তরের জন্যেও টাকা খরচ করছেন তিনি। সনোজ মিশ্র বলেন, মোনালিসার বয়স মাত্র সাড়ে ১৫ বছর। অত্যন্ত সহজ- সরল মেয়ে।এখনও বিশ্বের অনেক কিছুই বোঝে না। পরিচালক 'ডায়েরি অফ মণিপুর' ছবির বাজেটও বলেছিলেন। তিনি জানান, ১০ কোটি টাকায় নির্মিত হবে এই ছবিটি। 

Advertisement

মোনালিসাকে কোন চরিত্রে দেখা যাবে, সে বিষয়ে এখনই কিছু জানাননি পরিচালক। তবে জল্পনা, একজন সেনা কর্মীর মেয়ের চরিত্রে অভিনয় করবেন মোনালিসা। অক্টোবরে ছবিটি মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে। ছবির বাজেট ২০ কোটি টাকা বলে জানা গেছে। ফেব্রুয়ারিতে শ্যুটিং শুরু হবে। মার্চ বা এপ্রিলের মধ্যে শ্যুটিং ফ্লোরে আসবেন মোনালিসা। সব ঠিক থাকলে, ছবিটি ২০২৫ সালে মুক্তি পাবে।

Read more!
Advertisement
Advertisement