Advertisement

Taimur Name Controversy: 'সন্তানের নাম তৈমুর রাখা উচিত নয়,' 'The Bengal Files' পরিচালকের টার্গেটে সইফ-করিনা? বিতর্ক

ট্রেলার মুক্তির আগে থেকেই চর্চায় পরিচালক বিবেক অগ্নিহোত্রীর 'দ্য বেঙ্গল ফাইলস'। গত ১৬ অগাস্ট কলকাতায় পুলিশি বাধার মুখে পড়েও শেষমেশ মুক্তি পায় ট্রেলার। আরও এক বিতর্ক উস্কে দিল এই ছবিতে একটি শিশু চরিত্রের নাম নিয়ে। ছবিতে ওই শিশু চরিত্রে তৈমুর নামটি ব্যবহার করা হয়। নেটিজেনদের একাংশের দাবি পরিচালক বিবেক অভিনেতা সইফ আলি খান ও করিনা কাপুরের পুত্র সন্তানের নাম নিয়ে ব্যঙ্গ করেছেন।

তৈমুর নাম বিতর্কে বিবেক অগ্নিহোত্রিতৈমুর নাম বিতর্কে বিবেক অগ্নিহোত্রি
Aajtak Bangla
  • মুম্বই,
  • 22 Aug 2025,
  • अपडेटेड 10:07 AM IST

ট্রেলার মুক্তির আগে থেকেই চর্চায় পরিচালক বিবেক অগ্নিহোত্রীর 'দ্য বেঙ্গল ফাইলস'। গত ১৬ অগাস্ট কলকাতায় পুলিশি বাধার মুখে পড়েও শেষমেশ মুক্তি পায় ট্রেলার। আরও এক বিতর্ক উস্কে দিল এই ছবিতে একটি শিশু চরিত্রের নাম নিয়ে। ছবিতে ওই শিশু চরিত্রে তৈমুর নামটি ব্যবহার করা হয়। নেটিজেনদের একাংশের দাবি পরিচালক বিবেক অভিনেতা সইফ আলি খান ও করিনা কাপুরের পুত্র সন্তানের নাম নিয়ে ব্যঙ্গ করেছেন। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছেন 'দ্য বেঙ্গল ফাইলস' পরিচালক।

সম্প্রতি 'দ্য রৌনক শো'-র এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে বিবেক দাবি করেন, 'দ্য বেঙ্গল ফাইলস'-এ সইফ আলি খান এবং কারিনা কাপুরের ছেলে তৈমুরকে ব্যঙ্গ করা হয়নি। তিনি বলেন, "অনেকের নাম তৈমুর হয়। (সইফ) প্রথম ব্যক্তি নন যিনি তাঁর সন্তানের নাম তৈমুর রেখেছিলেন। যখন আমি সমরকন্দে 'দ্য তাসখন্দ ফাইলস'-এর শুটিং করতে গিয়েছিলাম, তখন আমি তৈমুরস টম্ব দেখতে গিয়েছিলাম। এর বাইরে লেখা ছিল, তিনি বিশ্বের সবচেয়ে ধনী সালতানাত জয় করেছিলেন  এটি ছিল দিল্লি সালতানাত। তারা তাঁকে সম্রাটের উপাধি দিতে যাচ্ছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। বলেছিলেন, দিল্লি জয় না করা পর্যন্ত তিনি তা গ্রহণ করবেন না।"

তাঁর আরও ব্যাখ্যা, "সেই রাতে এক লক্ষ মানুষকে হত্যা করেছিল। দিল্লি থেকে কাশ্মীর পর্যন্ত হত্যালীলা চালিয়েছিল। পথে ধর্ষণ করেছে এবং লুটপাট করেছে। হ্যাঁ, সে তার দেশে একজন বীর; সে একজন মহান মানুষ। কিন্তু আমাদের কাছে সে নয়। অবশ্যই, কারওরই তাদের সন্তানের নাম তৈমুর রাখা উচিত নয়। প্রশ্নই ওঠে না।"

২০১৬ সালে, সইফ আলি খান এবং করিনা কাপুর খান তাদের প্রথম সন্তানের নাম প্রকাশ্যে ঘোষণা করেছিলেন। যদিও এরপর অনেক সমালোচনা হয়। দিল্লি টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সইফ বলেছিলেন, তিনি তাঁর ছেলের নাম প্রায় পরিবর্তন করতে যাচ্ছিলেন, কিন্তু পরে আর পরিবর্তন করেননি।

Advertisement

উল্লেখ্য, 'দ্য বেঙ্গল ফাইলস' ৫ সেপ্টেম্বর মুক্তি পেতে পারে।

Read more!
Advertisement
Advertisement