Advertisement

King Charles Welcomed By Dhoom Song: লন্ডনে কিং চার্লসকে স্বাগত জানাতে বলিউডি মশালা 'ধুম মাচালে', ভাইরাল ভিডিও

King Charles Welcomed By Dhoom Song: ১০ মার্চ, লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েস্টমিনস্টার অ্যাবে-তে কমনওয়েলথ ডে উদযাপনের সময়, যখন রাজা চার্লস ও রানী ক্যামিলা সেখানে পৌঁছান, তখন তাদের স্বাগত জানানো হয় ‘শ্রী মুক্তজীবন স্বামীবাপা পাইপ ব্যান্ড’-এর পারফরম্যান্সে। আর অবাক করার মতো বিষয় হল, ব্রিটিশ রাজপরিবারের এই রাজকীয় অভ্যর্থনার জন্য ব্যান্ডটি বেছে নিয়েছিল বলিউডের জনপ্রিয় গান ‘ধুম মাচালে’!

লন্ডনে কিং চার্লসকে স্বাগত জানাতে বলিউডি মশালা 'ধুম মাচালে', ভাইরাল ভিডিওলন্ডনে কিং চার্লসকে স্বাগত জানাতে বলিউডি মশালা 'ধুম মাচালে', ভাইরাল ভিডিও
Aajtak Bangla
  • লন্ডন,
  • 27 Mar 2025,
  • अपडेटेड 9:38 PM IST

লন্ডনের রাজপথে বলিউডের ছোঁয়া, রাজকীয় অভ্যর্থনায় বেজে উঠল ‘ধূম মাচালে’। বিশ্বাস হচ্ছে না? ব্রিটেনের রাজপরিবারের জন্য আয়োজিত এক রাজকীয় অনুষ্ঠানে হঠাৎ বেজে উঠল বলিউডের আইকনিক গান ‘ধূম মাচালে’! এমন দৃশ্য খুব একটা দেখা যায় না, কিন্তু কমনওয়েলথ ডে ২০২৫-এর অনুষ্ঠানে ঠিক এটাই ঘটেছে।

১০ মার্চ, লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েস্টমিনস্টার অ্যাবে-তে কমনওয়েলথ ডে উদযাপনের সময়, যখন রাজা চার্লস ও রানী ক্যামিলা সেখানে পৌঁছান, তখন তাদের স্বাগত জানানো হয় ‘শ্রী মুক্তজীবন স্বামীবাপা পাইপ ব্যান্ড’-এর পারফরম্যান্সে। আর অবাক করার মতো বিষয় হল, ব্রিটিশ রাজপরিবারের এই রাজকীয় অভ্যর্থনার জন্য ব্যান্ডটি বেছে নিয়েছিল বলিউডের জনপ্রিয় গান ‘ধুম মাচালে’!

এই দৃশ্য দেখে উপস্থিত দর্শকরা তো হতবাক হয়েই গিয়েছিলেন, কিন্তু যখন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তখন অবিশ্বাসে মাথা নাড়তে থাকেন নেটিজেনরা।

আরও পড়ুন

প্রথমে ভেবেছিল সবাই এডিটেড ভিডিও!
ব্রিটিশ রাজপরিবারের মতো শৃঙ্খলাবদ্ধ ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে বলিউডের কোনো গান বাজতে পারে – এটা বিশ্বাস করা একটু কঠিনই বটে! তাই প্রথমে অনেকেই ভিডিওটি দেখে ধরে নিয়েছিলেন এটি এডিট করা হয়েছে।

কিন্তু পরে BBC ও দ্য কমনওয়েলথ-এর অফিসিয়াল ওয়েবসাইটে (https://thecommonwealth.org/commonwealth-day) অনুষ্ঠানের ভিডিও প্রকাশিত হলে বিষয়টি নিশ্চিত হয়। তাতেই প্রমাণ হয় যে সত্যি সত্যিই রাজা চার্লস ও রানী ক্যামিলার সম্মানে ‘ধূম মাচালে’র সুর বাজানো হয়েছিল!

কে এই ‘শ্রী মুক্তজীবন স্বামীবাপা পাইপ ব্যান্ড’?
এই অনন্য পারফরম্যান্সের পেছনে রয়েছে ‘শ্রী মুক্তজীবন স্বামীবাপা পাইপ ব্যান্ড’, যা স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী ব্যাগপাইপ বাদ্যযন্ত্রের সঙ্গে ভারতীয় সংগীতের সংমিশ্রণ ঘটিয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

ইনস্টাগ্রামে ব্যান্ডটি এই মুহূর্তের ভিডিও শেয়ার করে লিখেছে –
"ওয়েস্টমিনস্টার অ্যাবে-তে রাজা চার্লস ও রানী ক্যামিলার উপস্থিতিতে পারফর্ম করতে পেরে আমরা গর্বিত! এটি আমাদের ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অসাধারণ উদযাপন।"

প্রসঙ্গত, এই ব্যান্ডটি এর আগেও একাধিকবার ব্রিটিশ রাজপরিবারের সামনে পারফর্ম করেছে, তবে এইবারের মতো এমন ‘বলিউডি টুইস্ট’ আগে কখনও দেখা যায়নি!

Advertisement

নেটিজেনদের মজার প্রতিক্রিয়া – "ধূম ৪-এর ট্রেলার লিক হলো?"
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। কেউ লিখেছেন –
“এটা কি ধূম ৪-এর ট্রেলার লিক হলো?”

অন্য একজন মজা করে লিখেছেন –
“রাজপরিবারের সবাই কি এবার ধূম ফ্র্যাঞ্চাইজির ফ্যান হয়ে গেলেন?”

আরেকজন লিখেছেন –
“ওরা কি এবার কোহিনূর নিতে আসছে?”

সবচেয়ে মজার কমেন্টের একটি ছিল –
“হৃত্বিক রোশনই ক্যামিলা সেজে এসেছেন, নিশ্চিত!”

বলিউডপ্রেমীদের মধ্যে ভিডিওটি নিয়ে উচ্ছ্বাস তুঙ্গে। অনেকেই মজা করে বলছেন –
“রাজা চার্লস এবার ধূম ৪-এর ভিলেন হচ্ছেন নাকি?”

বলিউড ও ব্রিটিশ রাজপরিবার – এক অপ্রত্যাশিত সংযোগ!

বলিউডের ‘ধূম’ ফ্র্যাঞ্চাইজি ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় ও সুপারহিট সিরিজ। ২০০৪ সালে প্রথম ‘ধূম’ মুক্তি পাওয়ার পর থেকেই এই ফ্র্যাঞ্চাইজি দর্শকদের মন জয় করে নেয়।

প্রথম ছবিতে জন আব্রাহাম অভিনয় করেছিলেন দুর্ধর্ষ চোরের চরিত্রে। এরপর ২০০৬ সালে ‘ধূম ২’-তে হৃত্বিক রোশন ও ঐশ্বরিয়া রাই এক অনবদ্য লুটেরার ভূমিকায় অভিনয় করেন। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘ধূম ৩’-এ আমির খান ডবল রোলে নজর কাড়েন।

এখন প্রশ্ন উঠছে –
রাজপরিবারের এই ‘ধূম মাচালে’ প্রেম কি কোনো ইঙ্গিত দিচ্ছে? তবে কি সত্যিই আসতে চলেছে ধূম ৪?

সংগীতের কোনও সীমানা নেই!
এই ঘটনা নিঃসন্দেহে প্রমাণ করে যে সংগীতের কোনো ভৌগোলিক সীমারেখা নেই। ভারতীয় সংগীত এখন শুধু ভারত বা দক্ষিণ এশিয়ায় সীমাবদ্ধ নেই, বরং তা পৌঁছে গেছে ব্রিটেনের রাজপরিবারের দরজায়!

তাহলে কি ভবিষ্যতে রাজপরিবারের প্রাসাদে আরও বলিউডি গান বাজতে পারে?

নাকি এবার রাজা চার্লস নিজেই মঞ্চে উঠে বলবেন –
“Are you ready guys?”

 

Read more!
Advertisement
Advertisement