Advertisement

সোনাগাছি এবং যৌনকর্মীদের নিয়ে কলকাতায় এসে কী বললেন 'গাঙ্গুবাই' আলিয়া, দেখুন...

সিনেমায় এক যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে আলিয়াকে। তিনি নিজে যৌনকর্মীদের নিয়ে কী ভাবেন? সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলিয়া বলেন, 'প্রথমে তো এটা বুঝতে পারি না, এত ভেদাভেদ কেন? কলকাতা হোক বা মুম্বই, সর্বত্র একই চিত্র। ওঁরাও আমাদের মতো রক্ত মাংসের তৈরি মানুষ। ওঁদের দেহ চামড়া দিয়ে ঢাকা, কাগজ দিয়ে নয়। সমাজের দৃষ্টিভঙ্গি এখনও যোজন পেছনে পড়ে রয়েছে।

আলিয়া ভাটআলিয়া ভাট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Feb 2022,
  • अपडेटेड 1:28 PM IST

চলতি মাসের ২৫ তারিখ মুক্তি পাচ্ছে আলিয়া ভাটের (Alia Bhatt) বহু প্রতিক্ষীত ছবি গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi). তার আগে কলকাতায় ঝটিকা সফর সেরে গেলেন আলিয়া। ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। কলকাতাতেই এশিয়ার সবচেয়ে বড় যৌনপল্লি সোনাগাছি (Sonagachi) রয়েছে। সেখানকার যৌন ব্যবসা এবং যৌন কর্মীদের নিয়ে তিনি কী ভাবেন, সে সম্পর্কে জানালেন অভিনেত্রী।

সিনেমায় এক যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে আলিয়াকে। তিনি নিজে যৌনকর্মীদের নিয়ে কী ভাবেন? সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলিয়া বলেন, 'প্রথমে তো এটা বুঝতে পারি না, এত ভেদাভেদ কেন? কলকাতা হোক বা মুম্বই, সর্বত্র একই চিত্র। ওঁরাও আমাদের মতো রক্ত মাংসের তৈরি মানুষ। ওঁদের দেহ চামড়া দিয়ে ঢাকা, কাগজ দিয়ে নয়। সমাজের দৃষ্টিভঙ্গি এখনও যোজন পেছনে পড়ে রয়েছে। তাঁদের রোজগারের পদ্ধতি আপনার পছন্দ নাও হতে পারে। তবে ওরা কেন এই পথ বেছে নিল সেটাও দেখা প্রয়োজন।'

 

আরও পড়ুন

আলিয়া আরও যোগ করেন, '১৯৬০-এর দশকে আজাদ ময়দানে গাঙ্গুবাই সম্ভবত তাঁর জীবনের সেরা বক্তব্য রেখেছিলেন। আজ আমরা ২০২২-এ বাস করছি। কিন্তু তিনি সে দিন যে কথা বলেছইলেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। সবার আগে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টানো প্রয়োজন। তাঁদের মানুষের যোগ্য সম্মান দেওযা প্রয়োজন তবেই সমাজ বদলাবে। ওঁরা আমাদের সমাজের মধ্যেই রয়েছেন। আমাদেরই একজন। তবুও প্রতি পদে ওদের লাঞ্ছনা ভোগ করতে হয়। আমাদের হাতে এটুকু রয়েছে যা আমরা করতে পারি।'

আলিয়া জানান, তাঁদের নিয়ে যথেষ্ট সচেতনতা সমাজে গড়ে তোলা প্রয়োজন। না হলে এই পরিস্থিতি পাল্টাবে না।

 

Read more!
Advertisement
Advertisement