গত সপ্তাহে সুখবর দিয়েছিলেন, জানিয়েছিলেন বলিউডে কামব্যাকের কথা। এর মধ্যেই হাসপাতালে যেতে হল তাঁকে। কথা হচ্ছে বর্ষীয়ান বলিউড অভিনেত্রী জিনাত আমনকে নিয়ে। সাত বা আটের দশকে বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। তবে এরপর কাজের অন্তরায় হয়ে দাঁড়ায় তাঁর চোখের সমস্যা। একেবারে দৃষ্টি হারাতে বসেছিলেন জিনাত। এখন কেমন আছেন তিনি?
প্রায় চার দশক আগে পাওয়া একটি আঘাতের জন্য টোসিস রোগে আক্রান্ত হয়েছিলেন জিনাত আমন। এই রোগে চোখের আশেপাশের মাংসপেশি নষ্ট হয়ে যায় এবং যার জেরে ক্রমশ চোখের পাতা বন্ধ হয়ে আসে। বলিউড অভিনেত্রীও ভুগছিলেন এই রোগে। সম্প্রতি অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হোন তিনি। অপারেশেন থিয়েটারে ঢোকার আগে ঘাবড়ে গিয়েছিলেন। সেসময় পাশে ছিলেন তাঁর ছেলে- জাহান। হাসপাতালের ছবি শেয়ার করে, নিজেই শারীরিক অবস্থা সবিস্তারে জানালেন অভিনেত্রী।
ইনস্টাগ্রামে জিনাত জানান, তাঁর সমস্যার সূত্রপাত প্রায় ৪০ বছর আগে। ডান চোখে আঘাত পান জিনাত। সেসময় থেকেই টোসিসের সমস্যায় ভুগছিলেন তিনি। ধীরে ধীরে যার জেরে তাঁর ডান চোখ বন্ধ হয়ে আসছিল। এমনকী তাঁর দৃষ্টিশক্তি ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছিল। কিছু বছর আগেও এই চিকিৎসা বেশ কঠিন ও ঝুঁকিপূর্ণ ছিল। তবে সম্প্রতি জিনাতকে চিকিৎসকরা জানান, আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন অস্ত্রোপচার সম্ভব অনেক সহজে।
বর্ষীয়ান অভিনেত্রী আরও জানান, হাসপাতালে অনেকটা ভয়ে ছিলেন তিনি। তবে তাঁর পাশে ছিলেন ছেলে জাহান। মায়ের কপালে চুমু খেয়ে অপারেশন থিয়েটার পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন জাহান। সেই ছবিটি এই মুহূর্তে ঘুরছে নেট দুনিয়ায়। জিনাত জানান, তাঁর অস্ত্রোপচার ভাল ভাবে সম্পন্ন হয়েছে। আগের থেকে অনেকটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন তিনি। তবে সম্পূর্ণ সেরে উঠতে আরও বেশ কিছুটা সময় লাগবে।
প্রসঙ্গত, বর্তমানে জিনাত আমনের বয়স প্রায় ৭১ বছর। ১৯৭০ সাল থেকে তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে। 'হরে রামা হরে কৃষ্ণা', 'হীরা পান্না', 'ইয়াদোঁ কি বারাত', 'সত্যম শিবম সুন্দরম'-র কালজয়ী ছবিতে নজর কাড়েন তিনি। মাঝে সামান্য বিরতি নিয়ে বড়পর্দায় ফিরছেন জিনাত। ডিজাইনার মণীশ মালহোত্রার প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি হচ্ছে নতুন ছবি 'বান টিক্কি'। সেখানেই মুখ্য চরিত্রে দেখা যাবে জিনাতকে। এছবিতে এছাড়াও থাকছেন শাবানা আজমি ও অভয় দেওল।