দক্ষিণেশ্বরে ভরতারিণী মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী কাজল। নতুন ছবি মুক্তির আগে চাইলেন দেবীর আশীর্বাদ। বেরিয়ে কাজল জানান,'কলকাতায় এসে দারুণ লাগে। মনে হয় নিজের মায়ের বাড়ি এলাম। মা আশীর্বাদ করলেন।