ফের একবার খুশির হাওয়া বইতে শুরু করেছে কাপুর পরিবারে। এপ্রিল মাসে রণবীর কাপুর আলিয়া ভাটের বিয়ে নিয়ে মেতে উঠেছিল গোটা পরিবার। জুন মাসের শেষেই বিরাট সুখবর ঘোষণা করলেন আলিয়া। সোশাল মিডিয়ায় পোস্ট করে জানালেন, মা হতে চলেছেন তিনি। পোস্ট করার সঙ্গে সঙ্গেই বিরাট ভাইরাল হতে শুরু করেছে। ছবিতে দেখা যাচ্ছে, আলিয়া আলট্রা সাউন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছেন। দেখছেন তাঁর বহু সন্তানের প্রথম ছবি। চলতি বছরের ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের পর পরই সুখবর শেয়ার করেছেন এই জুটি। এই সুখবর আসার পর কাপুর ও ভাট পরিবারে আনন্দের জোয়ার বইছে। আলিয়ার গর্ভাবস্থার পোস্টে তার মা সোনি রাজদান এবং ননদ রিদ্ধিমার প্রতিক্রিয়াও এসেছে। রিদ্ধিমা হার্ট ইমোজি তৈরি করেছেন, তার মা সোনি রাজদান লিখেছেন – অভিনন্দন বহু মা এবং বাবাকে।