আগামী শুক্রবার বলিউড অভিনেতা সনু সুদের সিনেমা 'ফতেহ'-র শুভমুক্তি। ।মুভির সাফল্য কামনায় বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল সনু সুদ চ্যারিটি ফাউন্ডেশন ও চ্যারিটি ক্লাবের পক্ষ দক্ষিণেশ্বর মন্দিরে বিরাট মালা ও ডালা সাজিয়ে পুজো দিলেন ভক্তরা । মুভির প্রচারের জন্য সনু সুদের মুখের আদলে তৈরি মাস্ক, ঘুড়ি পোস্টার কাটআউট বিলি করা হচ্ছে । গত বছরের ডিসেম্বর মাসে দক্ষিণেশ্বর মন্দির নিজের ছবির সাফল্য কামনায় পুজো দিয়েছিলেন সোনু সুদ । বৃহস্পতিবার বিলি করা হয় সিনেমার টিকিটও।