একেই বলে রাজার মতো এন্ট্রি নেওয়া। এলাম দেখলাম জয় করলাম।একটি লাল রঙের ভিনটেজ গাড়িতে করে এসে দুহাতে কোল্ড ফায়ার গান ,গাড়ি থেকে নেমেই প্যাপস ও মিডিয়া কে পোজ।তিনি জিৎ। ইদে ডবল ধামাকা দিচ্ছেন জিৎ। বাংলা এবং হিন্দি দুটো ভাষাতেই মুক্তি পাবে ছবিটি। ইতি মধ্যেই মুক্তি পেয়েছে CHENGIZ-র হিন্দি ট্রেলার।এই প্রথম কোনও বাংলা ছবি একই সঙ্গে হিন্দি এবং বাংলা ভাষায় মুক্তি পেতে চলেছে। ইদে মুক্তি পাচ্ছে জিতের CHENGIZ।21 এপ্রিল, ইদের দিন মুক্তি পাবে।