১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের হাত ধরে প্রথম বিশ্বকাপ এসেছিল দেশে। আগামী ২৪ ডিসেম্বর, প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের গল্প ‘৮৩’ (83)। সেই ছবির প্রোমোশনের সোমবার শহরে এসেছেন কপিল দেব ও ছবির পরিচালক কবীর খান (Kabir Khan)। একই সঙ্গে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালম ভাষায় 2D ও 3D-তে মুক্তি পাবে এই বায়োপিক। এই স্পোর্টস ড্রামাতে কপিলের চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা রণবীর সিং এবং তাঁর স্ত্রী রোমি ভাটিয়ার ভূমিকায় দেখা যাবে, দীপিকা পাডুকোনকে। বিশ্বকাপ জয়ের প্রায় ৪ দশক পর বায়োপিক কেন? এই প্রশ্নের উত্তর আজতক বাংলাকে নিজেই দিলেন কপিল দেব। অন্যদিকে কবীর খান জানালেন, রিয়েলের সঙ্গে রিলের 'কপিল দেব' রণবীর, তাঁর চরিত্রের সঙ্গে কতটা সুবিচার করতে পেরেছেন। দেখুন সেই ভিডিও।