প্রেমানন্দ মহারাজের কাছে গেলেন গায়ক কুমার শানু। কুমার শানুকে আশীর্বাদ করে প্রেমানন্দ মহারাজ বললেন, 'জনপ্রিয় হওয়া ছোট বিষয় নয়। এটা আপনার পূর্বজন্মের কর্মের ফল। এই জন্মেও খেয়াল রাখবেন, যাতে নীচে নেমে না যান। এমন কাজ করুন, যাতে পরের জন্মেও ভারতে জন্ম হোক আপনার। একই রকম ভাবে জনপ্রিয় হয়ে উঠুন। সমাজের সেবা করুন।' এরপরেই প্রেমানন্দ মহারাজকে একটি গান শোনালেন শানু। যব কোই বাত বিগড় যায়ে...।'