Advertisement

গ্র্যামিতে মনোনীত অনুষ্কা শঙ্কর ও শিল্পা রাও-র অ্যালবাম 'লাভ লেটারস'

আরও একটি নতুন পালক যুক্ত হল সঙ্গীতশিল্পী অনুষ্কা শঙ্কর (Anoushka Shankar) ও শিল্পা রাওয়ের (Shilpa Rao) টুপিতে। অনুষ্কার অ্যালবাম 'লাভ লেটারস' (Love Letters) মনোনীত হয়েছে এই বছরের গ্র্যামি পুরষ্কারে (Grammy Awards) সেরা গ্লোবাল মিউজিক অ্যালবামের বিভাগে। অ্যালবামটিতে 'দোজ ওয়ার্ডস' (Those Words) নামে একটি গানও রয়েছে শিল্পা রাও-র গলায়।

গ্র্যামিতে মনোনীত অনুষ্কা শঙ্কর ও শিল্পা রাও-র অ্যালবাম (ছবি সৌজন্য: ফেসবুক)
Aajtak Bangla
  • দিল্লি,
  • 29 Nov 2020,
  • अपडेटेड 3:42 PM IST
  • নতুন একটি পালক যুক্ত হল সঙ্গীতশিল্পী অনুষ্কা শঙ্কর ও শিল্পা রাওয়ের টুপিতে।
  • গ্র্যামিতে মনোনীত তাঁদের অ্যালবাম 'লাভ লেটারস'।
  • সোস্যাল মিডিয়ায় সকলকে সে কথা জানালেন তাঁরা।

আরও একটি নতুন পালক যুক্ত হল সঙ্গীতশিল্পী অনুষ্কা শঙ্কর (Anoushka Shankar) ও শিল্পা রাওয়ের (Shilpa Rao) টুপিতে। অনুষ্কার অ্যালবাম 'লাভ লেটারস' (Love Letters) মনোনীত হয়েছে এই বছরের গ্র্যামি পুরষ্কারে (Grammy Awards) সেরা গ্লোবাল মিউজিক অ্যালবামের বিভাগে। অ্যালবামটিতে 'দোজ ওয়ার্ডস' (Those Words) নামে একটি গানও রয়েছে শিল্পা রাও-র গলায়।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করে অনুষ্কা শঙ্কর লিখেছেন," আমরা পেরেছি। আমার এখনও বিশ্বাস হচ্ছে না  'লাভ লেটারস' গ্র্যামির জন্যে মনোনীত হয়েছে। সামনে কিংবা পিছনে, যারা এই জার্নিটার অংশ ছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ। সকলকে অনেক ভালবাসা"। 

মনোনয়ন ঘোষণার পরে, শিল্পা তাঁর ইনস্টাগ্রামে আনন্দিত হয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন। অনুষ্কা শঙ্করকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি, সহযোগিতার জন্যে। শিল্পা তাঁর পোস্টে লিখেছেন, "কিছু স্বপ্ন আমাদের ভাবনা চিন্তার বাইরেই সত্য হয়ে যায়। অনুষ্কা এটা তোমার জন্যে সম্ভব হয়েছে। 'লাভ লেটার্সের' এই সুন্দর জার্নির জন্যে আপনাকে অনেক ধন্যবাদ। 'দোজ ওয়ার্ডস' সব সময়ই আমার জন্যে স্পেশাল থাকবে। অনুষ্কা তোমায় অভিনন্দন রেকর্ডিং একাডেমিতে মনোনয়ন পাওয়ার জন্যে। অনেক শুভেচ্ছা রইল তোমার জন্যে"।

 

এটি অনুষ্কা শঙ্করের সপ্তম মনোনয়ন। এর আগে তাঁর অ্যালবাম কার্নেগি হল (২০০২), রাইজ (২০০৫), ট্র্যাভেলার (২০১২), ট্রেসেস অফ ইউ (২০১৪), হোম (২০১৫) এবং ল্যান্ড অফ সোনার (২০১৬) -র জন্যে মনোনয়নগুলি পেয়েছিলেন তিনি।

মঙ্গলবার গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২১-এর মনোনয়নের পুরো তালিকাটি মঙ্গলবার প্রকাশিত হয়েছিল এবং এই বছর শীর্ষে রয়েছেন মার্কিন সঙ্গীতশিল্পী বিয়ন্সে (Beyonce) । তিনি 'রেকর্ড অফ দ্য ইয়ার' বিভাগে দুটি মনোনয়ন পেয়েছেন। একটি তাঁর একক ট্র্যাক 'ব্ল্যাক প্যারেড' এবং অন্যটি 'মেগান দি স্ট্যালিয়নস স্যাভেজ' গানের রিমিক্সের জন্যে । আরও অন্য বিভাগে তিন সাতটি মনোনয়ন পেয়েছেন। সব মিলিয়ে মোট নয়টি মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে নিজেই।

Advertisement

বিয়েন্সের পরেই রয়েছেন দুয়া লিপা (Dua Lipa), টেইলর সুইফট (Taylor Swift) এবং র‌্যাপার রোডি র‌িচ। এঁরা সকলে ছয়টি করে মনোনয়ন পেয়েছেন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement