অস্কার ২০২৪ শুধুই 'ওপেনহাইমার'ময়। ৯৬ তম অ্যাকাডেমি পুরস্কারে ৭টি অস্কার জিতল ক্রিস্টোফার নোলানের মাস্টারপিস। সিলিয়ান মারফি-অভিনীত এই বায়োপিক দর্শক ও সমালোচকদের প্রশংসার ঝড় তুলেছিল। অস্কার মঞ্চও কাঁপিয়ে দিল নোলানের এই সৃষ্টি।
ওপেনহাইমার এবার সেরা সিনেমা, সেরা পরিচালক (ক্রিস্টোফার নোলান), সেরা পার্শ্ব অভিনেতা(রবার্ট ডাউনি জুনিয়র) এবং সেরা অভিনেতা (সিলিয়ান মারফি) সহ মোট ৭টি পুরস্কার জিতেছে। রবার্ট ডাউনি জুনিয়র, পারমাণবিক শক্তি কমিশনের প্রধান লুইস স্ট্রস চরিত্রে অভিনয় করেছিলেন। সেরা পার্শ্ব অভিনেতা সেগমেন্টে জেতেন তিনি। এটিই রবার্ট ডাউনি জুনিয়রের কেরিয়ারের প্রথম অস্কার।
ওপেনহাইমার সেরা ফিল্ম এডিটিং, সেরা সাউন্ড, সেরা সিনেমাটোগ্রাফি এবং সেরা অরিজিনাল স্কোর সেগমেন্টেও জিতেছে।
তবে সত্যি বলতে ওপেনহাইমারের এই সাফল্যে তেমন কোনও আশ্চর্যের বিষয় নয়। বিভিন্ন অ্যাওয়ার্ড শোতেই ওপেনহাইমার পরপর প্রচুর স্বীকৃতি পেয়েছে। বাফটাতে সেরা ছবির পুরস্কার জিতেছিল ওপেনহাইমার। এর পাশাপাশি ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডস এবং গোল্ডেন গ্লোবসেও নোলানের ছবিই সেরার পুরস্কার পায়। নমিনেশনের সময় থেকেই তাই ওপেনহাইমারের সাফল্য নিয়ে নিশ্চিত ছিলেন সিনেমা অনুরাগীরা।
সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন এমা স্টোন। এটি এমা স্টোনের দ্বিতীয় অস্কার। এর আগে লা লা ল্যান্ডে-র জন্য জিতেছিলেন।
বার্বি এবং ওপেনহেইমার, দু'টিই একই দিনে(২১ জুলাই) মুক্তি পেয়েছিল। তবে অস্কারের অনুষ্ঠানে যেন কিছুটা ব্রাত্যই থেকে গেল বারবি। সেরা পার্শ্ব অভিনেতা এবং অভিনেত্রী সেগমেন্টে বারবির আমেরিকা ফেরেরা এবং রায়ান গসলিং-এর নমিনেশন ছিল। বার্বি সেরা সিনেমার সেগমেন্টেও নমিনেটেড ছিল।