Advertisement

oscars 2023-India Win: দেশের গর্ব, দশের গর্ব, আজ অস্কার-মঞ্চে ভারতের প্রাপ্তি কী কী

৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারের (Oscar) মঞ্চে ভারতের জয়জয়কার। প্রায় ১৪ বছর পর ভারতে এল গোল্ডেন লেডি। আরআরআর (RRR) সিনেমার নাটু নাটু (Natu Natu) গান সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতে নিল। এর পাশাপাশি কার্তিকী গঞ্জালভেস পরিচালিত এবং গুনীত মোঙ্গা প্রযোজিত তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ (The Elephant Whisperers) পুরস্কৃত হল সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে।

২টি অস্কার পেল ভারত২টি অস্কার পেল ভারত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Mar 2023,
  • अपडेटेड 1:12 PM IST
  • ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারের (Oscar) মঞ্চে ভারতের জয়জয়কার
  • প্রায় ১৪ বছর পর ভারতে এল গোল্ডেন লেডি।
  • আরআরআর (RRR) সিনেমার নাটু নাটু (Natu Natu) গান সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতে নিল।

৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারের (Oscar) মঞ্চে ভারতের জয়জয়কার। প্রায় ১৪ বছর পর ভারতে এল গোল্ডেন লেডি। আরআরআর (RRR) সিনেমার নাটু নাটু (Natu Natu) গান সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতে নিল। এর পাশাপাশি কার্তিকী গঞ্জালভেস পরিচালিত এবং গুনীত মোঙ্গা প্রযোজিত তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ (The Elephant Whisperers) পুরস্কৃত হল সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে। প্রথম ভারতীয় ছবি হিসেবে এই বিভাগে অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’৷

এই বিভাগে আগেও মনোনয়ন পেয়েছিল ভারতীয় ছবি
এককথায় বলা চলে ভারত পেল জোড়া অস্কার। প্রথম ভারতীয় ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ দেশকে অস্কার এনে দিল ৷ এর আগে সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে ১৯৬৯ সালে ‘দ্য হাউস দ্যাট আনন্দা বিল্ট’ এবং ১৯৭৯ সালে ‘অ্যান এনকাউন্টার উইথ ফেসেস’ ছবিদুটি ভারত থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ৷ কিন্তু অস্কার জয় করতে পারেনি।   

আরও পড়ুন

২০০৯ সালে অস্কার পায় স্লামডগ মিলেনিয়ার
তবে এরপর ২০০৯ সালে স্লামডগ মিলেনিয়ার ছবির হাত ধরে জয় হো গানটি অস্কার পেয়েছিল। অস্কার পেয়েছিলেন এআর রহমান, রসুল পুকুটি ও গুলজার। এরপর বেশ কয়েকটি বছর অস্কারের নমিনেশন পেয়েছে নানা ভারতীয় ছবি। তবে অস্কার অধরাই রয়ে গেছে। কিন্তু এবার সেই খরা কাটল। দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স ও আরআরআর-এর নাটু নাটু ভারতকে ফিরিয়ে দিল পুরনো গৌরব। 

আপ্লুত গুনিত মোঙ্গা ও কীরাবানি
অস্কার পেয়ে আপ্লুত ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর প্রযোজক গুনিত মোঙ্গা। টুইটে তিনি লেখেন, "ভারতীয় প্রযোজক হিসেবে এই প্রথম কেউ অস্কার পেল। দুজন নারীর জয় এটা। এখন কাঁপছি।" প্রযোজক গুনিত ও পরিচালিক কার্তিকি দু'জনেই মহিলা। শুভেচ্ছা উপচে পড়েছে তাঁদের টুইটে। আরআরআর অস্কার জেতাতেও খুশি দেশবাসী। এই গানের নেপথ্যে যিনি সুর দিয়েছেন সেই এমএম কীরাবানী অস্কারের মঞ্চে গান গাইতে গাইতে নিজের বক্তব্য সকলের সামনে তুলে ধরেন। তিনি প্রথমেই সকলকে ধন্যবাদ জানান। কীরাবানী তাঁর এই গানকে অস্কারের মঞ্চ পর্যন্ত নিয়ে আসার জন্য সকলের কাছে তিনি কৃতজ্ঞ বলে জানিয়েছেন। তিনি যখন কথা বলছিলেন তখন তাঁর চোখে-মুখে আনন্দ ঝরে পড়ছিল। শুধু তাই নয়, অস্কারের মঞ্চে গায়ক কাল ভৈরব ও হালু সিপলিগঞ্জ নাটু নাটু গানে লাইভ পারফরমেন্স করেন। 

Advertisement

'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর পটভূমি
অনাথ হাতির সঙ্গে তার পালকদের সম্পর্কের অটুট বন্ধন ঘিরেই আবর্তিত হয়েছে 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর পটভূমি। শিক্ষা এন্টারটেইনমেন্টের গুণীত মোঙ্গা এবং অচিন জৈন প্রযোজিত এই তথ্যচিত্রের কেন্দ্রে আছেন দক্ষিণ ভারতীয় দম্পতি বোম্মান এবং বেলি। অনাথ হস্তীশাবক রঘুর ভরণপোষণের জন্য জীবন পণ করতেও রাজি এই দম্পতি। নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত এই ডকু শর্ট ফিল্ম ভূয়সী প্রশংসিত হয় দর্শক ও সমালোচক মহলে।

Read more!
Advertisement
Advertisement