Advertisement

Bigg Boss OTT 3: এবার 'বিগ বস'-র সঞ্চালক অনিল, কবে থেকে- কখন- কোথায় দেখা যাবে?

Anil Kapoor- Bigg Boss OTT 3: ফের 'বিগ বস' আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। এরপরই শুরু হবে এই নন ফিকশন শোয়ের তৃতীয় সিজন। এই খবর এতদিনে প্রায় সকলের জানা। প্রশ্ন উথছিল কবে থেকে, কখন দেখা যাবে?  এবার সামনে এল সেই দিনক্ষণ।

অনিল কাপুর
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Jun 2024,
  • अपडेटेड 12:25 PM IST

জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস' নিয়ে দর্শকদের উত্তেজনা বরাবর তুঙ্গে থাকে। প্রতি সিজনেই দর্শকদের জন্যে পরতে পরতে যেমন থাকে চমক, তেমনই প্রত্যেকবারই সমালোচনার শীর্ষে ওঠে এই শো। ফের 'বিগ বস' আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। এরপরই শুরু হবে এই নন ফিকশন শোয়ের তৃতীয় সিজন। এই খবর এতদিনে প্রায় সকলের জানা। প্রশ্ন উথছিল কবে থেকে, কখন দেখা যাবে?  এবার সামনে এল সেই দিনক্ষণ।

'বিগ বস' ওটিটি-র প্রথম সিজন সঞ্চালনা করেন করণ জোহর এবং দ্বিতীয় সিজনে এই দায়িত্ব সামলেছেন সলমন খান। তবে তৃতীয় সিজনে এই দায়িত্ব সামলাবেন বলিউড অভিনেতা অনিল কাপুর। এই নিয়ে শুরু হয় নানা জল্পনা। এরপর সম্প্রতি একটি প্রোমো প্রকাশ্যে আসে। যা থেকে নিশ্চিত হওয়া যায় যে, অনিলই সঞ্চালনা করবেন। ভিডিওতে অনিল কাপুরের মুখ দেখানো হয়নি, তবে তার নাম নেওয়া হয়েছে এবং তার কণ্ঠ শোনা গেছে। প্রোমোতে অনিল কাপুর বলেছিলেন যে তিনি অনেক ঝাকাস 

২১ জুন থেকে দেখা যাবে 'বিগ বস' ওটিটি। জিও সিনেমাতে এটি প্রিমিয়ার হবে। ওটিটি প্ল্যাটফর্মে ২৪ ঘণ্টা স্ট্রিমিং তবে শোটি। এর আগে সিজন ২ জিও সিনেমাতেই দেখা গিয়েছিল এবং প্রথম সিজনটি ভুটে দেখা গিয়েছিল। এখন সবার চোখ কারা প্রতিযোগী হবেন, সে তালিকায়।

প্রতিযোগী কারা?

এই শো শুরু হওয়ার আগে, বহু তারকার নাম উঠে এসেছে। শোনা যাচ্ছে, টেলিভিশন তারকাদের সঙ্গে ইউটিউবারকেও দেখা যেতে পারে প্রতিযোগী হিসাবে। টিভি তারকাদের তালিকায় রয়েছে শিবাঙ্গী জোশি, শাফাক নাজ, নূপুর স্যানন  দলজিৎ কৌরের নাম। এছাড়া বি-টাউনের গুঞ্জন,  আদনান শেখ, জেইন সাইফি, ভাইরাল ভাদা পাভ গার্ল চন্দ্রিকা দীক্ষিতকে দেখা যেতে পারে। যদিও প্রতিযোগীদের নাম এখনও নিশ্চিত হয়নি।

Advertisement

প্রসঙ্গত, 'বিগ বস' ওটিটি ১ জিতেছিলেন অভিনেত্রী দিব্যা আগরওয়াল। সিজন ২-র বিজয়ী হন এলভিশ যাদব। শোতে তাঁকে বেশ পছন্দ করেন সকলে। এবার  দেখা যাক সিজন ৩-এ কার মাথায় ওঠে বিজয়ীর শিরোপা।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement