Advertisement

Drishyam 2 Movie Review: সিক্যুয়েল হলে এমনটাই হওয়া উচিত

যাঁরা দৃশ্যম দেখেছেন তাঁরা এই ছবির সঙ্গে পুরোপুরি রিলেট করতে পারবেন। এর পুরো কৃতিত্ব ছবির পরিচালক জিতু জোসেফ এবং অভিনেতা মোহনলালের। বিশেষত ক্লাইম্যাক্সের দৃশ্যে উৎকণ্ঠার চরমে পৌঁছবেন দর্শকরা।

Drishyam 2 সিক্যুয়েল হলে এমনটাই হওয়া উচিত
রজত কর্মকার
  • কলকাতা,
  • 19 Feb 2021,
  • अपडेटेड 5:29 PM IST
  • ৮ বছর পর ছবির সিক্যুয়েল তৈরি হলেও এমনটাই হওয়া উচিত।
  • প্রথম ছবি যেখানে শেষ হয়েছিল, দ্বিতীয় ছবির শুরু সেখান থেকেই।
  • মোহনলাল অনবদ্য অভিনয় করেছেন

ছবি: দৃশ্যম ২
পরিচালক: জিতু জোসেফ
রেটি: ৩.৫/৫

 

ইংরেজিতে একটা প্রবাদ আছে, বেটার লেট দ্যান নেভার। দেরি হোক ক্ষতি নেই, কিন্তু তা না হওয়ার চেয়ে ভালো। দৃশ্যম ২ দেখার পর দর্শকরাও একই কথা বলছেন। ৮ বছর পর ছবির সিক্যুয়েল তৈরি হলেও এমনটাই হওয়া উচিত। এর পুরো কৃতিত্ব ছবির পরিচালক জিতু জোসেফ এবং অভিনেতা মোহনলালের। সিনেমা হলের পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক হলেও ওটিটি প্ল্যাটফর্মে (আমাজন প্রাইম) ছবিটি মুক্তি পেল ১৯ ফেব্রুয়ারি।

 

 

যাঁরা দৃশ্যম দেখেছেন তাঁরা এই ছবির সঙ্গে পুরোপুরি রিলেট করতে পারবেন। কারণ প্রথম ছবি যেখানে শেষ হয়েছিল, দ্বিতীয় ছবির শুরু সেখান থেকেই। আই জি গীতা প্রভাকরের ছেলে বরুণকে খুন করার পর কী ভাবে জর্জ কুট্টির পরিবার তা থেকে রেহাই পায় তা আগের ছবিতেই দেখেছেন সকলে। নতুন আই জি হয়ে আসেন গীতার বন্ধু। খানিকটা চ্যালেঞ্জ হিসাবে তদন্ত চালিয়ে যেতে থাকেন। জর্জের পরিবারের পিছনে সর্ব ক্ষণ ছায়া সঙ্গী করে পুলিশকে লাগিয়ে দেওয়া হয়। যে ভাবেই হোক বরুণের দেহ খুঁজে বার করতে হবে। 

 

অন্য দিকে, জর্জের পরিবার খুনের ট্রমা থেকে বেরতে পারে না। পুলিশের সাইরেন শুনলেও এক অজানা আতঙ্ক গ্রাস করে তাঁদের। এটা স্ক্রিনে ফুটিয়ে তুলতে ছবিতে বেশ খানিকটা ইমোশনাল ড্রামা যোগ করতে হয়েছে পরিচালককে। তাতেই সিনেমা খানিকটা লম্বা এবং বোরিং হয়েছে। তবে এই সমস্ত দৃশ্যে মোহনলাল অনবদ্য। প্রথম ভাগের মতো দ্বিতীয় ভাগেও রয়েছে প্রচুর টুইস্ট। বিশেষত ক্লাইম্যাক্সের দৃশ্যে উৎকণ্ঠার চরমে পৌঁছবেন দর্শকরা। শেষ পর্যন্ত বরুণের দেহাবশেষ খুঁজে পাবে পুলিশ? তা জানতে সিনেমাটি অবশ্যই দেখুন।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement