Advertisement

বোল্ড সিন খুব চ্যালেঞ্জিং ছিল, বেকাবু ২ নিয়ে খোলামেলা প্রিয়া

সিরিজে কশতি নামের একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী প্রিয়া বন্দ্যোপাধ্যায়। সিরিজের বোল্ড সিন নিয়ে ইতিমধ্যেই নেটপাড়ায় জোর চর্চা চলছে। তবে এই দৃশ্যে অভিনয় করা যে সহজ ছিল না তা জানালেন প্রিয়া।

প্রিয়া বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Mar 2021,
  • अपडेटेड 8:29 AM IST
  • ১৫ মার্চ অল্ট বালাজিতে বেকাবু সিজন টু মুক্তি পেয়েছে।
  • সিরিজের বোল্ড সিন নিয়ে ইতিমধ্যেই নেটপাড়ায় জোর চর্চা চলছে।

১৫ মার্চ অল্ট বালাজিতে বেকাবু সিজন টু মুক্তি পেয়েছে। সিরিজে কশতি নামের একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী প্রিয়া বন্দ্যোপাধ্যায়। সিরিজের বোল্ড সিন নিয়ে ইতিমধ্যেই নেটপাড়ায় জোর চর্চা চলছে। তবে এই দৃশ্যে অভিনয় করা যে সহজ ছিল না তা জানালেন প্রিয়া।

আজতকের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রিয়া বলেন, 'আমি এর আগে বেকাবু সিজন একে অভিনয় করেছি। বারিশ, একটি ফ্যামিলি ড্রামায় অভিনয় করেছি যেখানে একটি কিসিং সিনও ছিল না। দক্ষিণের বেশ কিছু সিনেমায় অভিনয় করেছি, টুইস্টেড করেছি, সেখানে বিশেষ বোল্ড দৃশ্যে অভিনয় করতে হয়নি। ঢিট পতঙ্গ, হটস্টারে আমার লাস্ট রিলিজে আমি কাশ্মীরি পণ্ডিতের ভূমিকায় অভিনয় করেছি। যেখানে আমায় বোরখাও পরতে হয়েছে। তো আমার মনে হয় যে অভিনেতা হওয়ার সুবাদে আপনার এগুলোকে ক্যাটেগরাইজ করা উচিত যে বোল্ড সিন করতে হবে তাই করব না, বোরখা পরতে হবে না তাই করব না। আপনার যেটা চ্যালেঞ্জিং মনে হবে, বা মনে হবে এটা করতে বেশ কষ্ট হবে বা কিছু শিখতে পারব, সেটা করা উচিত। কশতি-র চরিত্র সম্পর্কে বলতে পারি যে এ ধরনের চরিত্র আমি জীবনে আর পাব না। যদিও প্রার্থনা করছি যএন পাই, তবে মনে হয় না পাব, কারণ চরিত্রটি বেশ সাইকোটিক। চরিত্রের অনেকগুলি পরত রয়েছে। এখানে অভিনয় করা বেশ চ্যালেঞ্জিং ছিল। দারুণ মজা পেয়েছি কাজ করে।'

 

বোল্ড সিন সম্পর্কে প্রিয়া জানান, সে সময় ঘরে বেশই লোক থাকত না। খুবই সাবধানতার সঙ্গে এই দৃশ্য শুট করা হয়েছে। তিনি বলেন, 'এ ধরনের দৃশ্য ক্যামেরাবন্দি করার আলাদা পদ্ধতি রয়েছে। পর্দায় যে ভাবে আপনারা এই দৃশ্যগুলি দেখেন তার সঙ্গে শুটিংয়ের কোনও মিল নেই। যদি সত্যি কখনও এর শুটিং দেখেন তো হেসে ফেলবেন। ভাববেন, আরে এ ভাবে এত ইনটেন্স দৃশ্য শুট করা হয়! পরে এডিট হলে আপনার মনে হবে সব কিছুই হচ্ছে। কিন্তু শুটিংয়ের সময় এ সব কিছুই  হয় না।'

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement