Advertisement

RAY Trailer: প্রত্যাশার পারদ চড়িয়ে মুক্তি পেল RAY-র ট্রেলার

মনোজ বাজপায়ী ছাড়া মুখ্য ভূমিকায় দেখা যাবে কে কে মেনন, আলি ফজল এবং হর্ষবর্ধন কাপুর-কে। সিরিজ চারটি গল্প নিয়ে তৈরি হয়েছে। সিরিজের টিজারেও দেখা যাচ্ছে তার আভাস। একই সঙ্গে আলাদা আলাদা পরিচালক এই গল্পগুলি পরিচালনা করেছেন। যে চারটি গল্প স্ক্রিনে দেখা যাবে সে গুলি হল, ফরগেট মি নট, বহুরুপিয়া, হাঙ্গামা হ্যায় কিউ বরপা এবং স্পটলাইট।

RAY-র ট্রেলারে অভিনেতারা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jun 2021,
  • अपडेटेड 2:57 PM IST
  • টিজারে যতটা প্রত্যাশা তৈরি হয়েছিল, ট্রেলার দেখার সেই প্রত্যাশা কয়েক গুণ বেড়ে যাবে দর্শকদের।
  • গল্পগুলি বর্তমানের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। তাই দর্শকরা হয়তো আরও বেশি করে রিলেট করতে পারবেন।

সত্যজিৎ রায়ের চারটি ছোট গল্প নিয়ে তৈরি ওয়েব সিরিজ RAY-র ট্রেলার মুক্তি পেল। টিজারে যতটা প্রত্যাশা তৈরি হয়েছিল, ট্রেলার দেখার সেই প্রত্যাশা কয়েক গুণ বেড়ে যাবে দর্শকদের। গল্পগুলি বর্তমানের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। তাই দর্শকরা হয়তো আরও বেশি করে রিলেট করতে পারবেন। আগামী ২৫ জুন সিরিজ মুক্তি পাবে নেটফ্লিক্সে।

মনোজ বাজপায়ী ছাড়া মুখ্য ভূমিকায় দেখা যাবে কে কে মেনন, আলি ফজল এবং হর্ষবর্ধন কাপুর-কে। সিরিজ চারটি গল্প নিয়ে তৈরি হয়েছে। সিরিজের টিজারেও দেখা যাচ্ছে তার আভাস। একই সঙ্গে আলাদা আলাদা পরিচালক এই গল্পগুলি পরিচালনা করেছেন। যে চারটি গল্প স্ক্রিনে দেখা যাবে সে গুলি হল, ফরগেট মি নট, বহুরুপিয়া, হাঙ্গামা হ্যায় কিউ বরপা এবং স্পটলাইট।

ফরগেট মি নট গল্পে মুখ্য চরিত্রে দেখা যাবে আলি ফজল এবং শ্বেতা বসু প্রসাদকে। বহুরুপিয়া-য় কেকে মেনন থাকবেন প্রধান চরিত্রে। হাঙ্গামা হ্যায় কিউ বরপা-তে মনোজ বাপজায়ী এবং গজরাজ রাও রয়েছেন প্রধান চরিত্রে। স্পটলাইটে প্রধান চরিত্রে রয়েছেন হর্ষবর্ধন কাপুর। গল্পগুলি পরিচালনা করেছেন অভিষেক চৌবে, সৃজিত মুখোপাধ্যায় এবং ভাসন বালা।

এঁরা ছাড়াও এক ঝাঁক অসাধারণ অসাধারণ অভিনেতাদের দেখা যাবে সিরিজে। যাঁদের মধ্যে রয়েছেন, রাধিকা মদন, অনিন্দিতা বসু, রঘুবীর যাদব, সান্যাল রায়, দিব্যেন্দু, বিদিতা বাগ, খরাজ মুখোপাধ্যায়, নীরজ পুরোহিত, আকাঙ্খা রঞ্জন কাপুর, শ্রুতি মেনন, লাভলিন মিশ্র, শ্রুতি মুখোপাধ্যায় প্রমুখকে। এই সিরিজটি বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিরিজগুলির মধ্যে একটি। বিশেষত বাঙালি দর্শকদের এই সিরিজের প্রতি প্রত্যাশার মাত্রা অনেক বেশি থাকবে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement