Advertisement

Saiyaara OTT Release: প্রথম ছবিতেই বাজিমাত আহান, অনীতের! এবার যখন তখন দেখতে পাবেন 'সাইয়ারা', বড় খবর

Saiyaara: প্রথম চার দিনেই  ১০০ কোটিও বেশি আয় করেছে। আহান পান্ডে ও  অনীত পাড্ডা অভিনীত মিউজিক্যাল রোম্যান্টিক ছবির প্রশংসায় পঞ্চমুখ সকলে। এবার সুখবর সকলের জন্য। 

অনীত- আহান অনীত- আহান
Aajtak Bangla
  • মুম্বই,
  • 11 Sep 2025,
  • अपडेटेड 5:55 PM IST

ফের শিরোনামে 'সাইয়ারা'। মোহিত সুরি পরিচালিত এই ছবি বক্স অফিসে ঝড় তুলেছে। ভেঙেছে বহু রেকর্ড। মাস দুয়েক আগে মুক্তি পাওয়ার পর থেকে, রীতিমতো 'সাইয়ারা' জ্বরে কাবু ছিলেন লাখো লাখো দর্শক। প্রথম চার দিনেই  ১০০ কোটিও বেশি আয় করেছে। আহান পান্ডে ও  অনীত পাড্ডা অভিনীত মিউজিক্যাল রোম্যান্টিক ছবির প্রশংসায় পঞ্চমুখ সকলে। এবার সুখবর সকলের জন্য। 

'সাইয়ারা'-র শুধু বক্স অফিস কালেকশনের দিক থেকে নয়, দর্শকের সংখ্যার দিক থেকেও ব্লকবাস্টার হিসেবে প্রমাণিত হয়েছে। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ভিকি কৌশল অভিনীত ছবি 'ছাভা'-র পর, ৩০০ কোটি টাকারও বেশি আয় করেছে, এরকম দ্বিতীয় ছবি 'সাইয়ারা'। আহান- অনীতের 'সাইয়ারা'-ই হল প্রথম বলিউড ছবি যেটিতে নায়ক- নায়িকা দু'জনেই ডেবিউ করেও ৩০০ কোটি টাকা আয় করেছে। 

আহান ও  অনীত, দু'জনেই 'সাইয়ারা'-র মাধ্যমে বড় পর্দায় পা রেখেছেন। আর প্রথম ছবিতেই বাজিমাত! 'সাইয়ারা'-র উন্মাদনা সারা ভারত জুড়ে ছড়িয়েছে। এই ছবি শুধু এবছরের নয়, গত কয়েক বছরের মধ্যে বলিউডের সবচেয়ে বড় ব্লকবাস্টার ছবিগুলির মধ্যে একটি। প্রেমের এই ছবিটি তৃতীয় বা চতুর্থ সপ্তাহেও এতটা ভাল ব্যবসা করেছে, যা অনেক নতুন ছবি প্রথম সপ্তাহান্তেও করতে পারেনি। 

তবে অনেকে প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারেননি। আবার কিছু দর্শক পুনরায় দেখতে চান। এই দুই ধরণের দর্শকের জন্যই রয়েছে বিরাট সুখবর। এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে 'সাইয়ারা'। ১২ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে এই ছবি।

প্রসঙ্গত, দেশজুড়ে বিভিন্ন ধরণের ভিডিও সামনে আসে। ছবি নিয়ে আলোচনা এতটাই তীব্র হয় যে, প্রেক্ষাগৃহে ছবির গানের তালে মানুষকে নাচতে, চোখের জল ফেলতে দেখা যায়। আবার কেউ আইভি ড্রিপ নিয়ে ছবি দেখতে যান। এই ছবির দর্শকদের বহু ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নবাগত আহান ও নবাগতা আহানের জুটি দর্শকেরা পছন্দ করছে। যশরাজ ফিল্মসের ব্যানারে তৈরি এই ছবির আয়ের পরিসংখ্যান এবং দর্শকদের প্রতিক্রিয়া চলচ্চিত্র সমালোচকদেরও বাকরুদ্ধ করেছে। এটা স্পষ্ট যে অ্যাকশন, থ্রিলার এবং 'লার্জার দ্যান লাইভ' ছবির ভিড়ের মধ্যেও দর্শকেরা দীর্ঘদিন ধরে এরকম একটি প্রেমের ছবির অপেক্ষায় ছিলেন। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement